Muskan Pregnancy Update: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি

Last Updated:

মেরঠের জেলের মেডিক্যাল অফিসার জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় মুসকানের প্রেগন্যান্সির বিষয়টি ধরা পড়েছে৷ এ বিষয়ে নিশ্চিত হতে মুসকানের ইউএসজি পরীক্ষা করা হবে৷

সৌরভ, মুসকান এবং তার প্রেমিক সাহিল৷
সৌরভ, মুসকান এবং তার প্রেমিক সাহিল৷
মেরঠ: মেরঠে সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর স্ত্রী মুসকান অন্তঃসত্ত্বা৷ জেলবন্দি মুসকানের শারীরিক পরীক্ষার পরই ধরা পড়েছে, দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি৷ যগরভদিও এই সন্তানের বাবা কে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন৷ মুসকানের এই গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়৷
নিজের প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী সৌরভকে নৃশংস ভাবে হত্যা করেছিল মুসকান৷ সাহিল এবং মুসকানের এই ঘনিষ্ঠতার কারণেই মুসকানের গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে৷
সৌরভ এবং মুসকানের একটি ছ বছরের কন্যাসন্তান রয়েছে৷ এই মুহূর্তে মুসকানের বাবা-মার কাছে রয়েছে সে৷ সৌরভের ভাই বাবলু রাজপুত এবং তাঁর মা আগেই ওই শিশুটির দায়িত্বভার নিতে চেয়ে পুলিশের কাছে দাবি জানিয়েছেন৷
advertisement
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মুসকানের দ্বিতীয় সন্তানের দায়িত্বও নিতে তৈরি সৌরভের পরিবার৷ তবে একটি শর্ত দিয়েছেন তাঁরা৷ সৌরভের ভাই বাবলু জানিয়েছেন, ‘যদি মুসকানের এই সন্তানও আমার ভাই সৌরভের হয়, তাহলে এই শিশুটির দায়িত্ব নিতেও তৈরি৷’
advertisement
মুসকানের বাবা-মা আগেই জানিয়েছিলেন, ছ বছরের নাতনির হেফাজত তাঁরা ছাড়তে রাজি নন৷ যদিও মুসকানের এই গর্ভস্থ সন্তানের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তাঁরা৷
মেরঠের জেলের মেডিক্যাল অফিসার জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় মুসকানের প্রেগন্যান্সির বিষয়টি ধরা পড়েছে৷ এ বিষয়ে নিশ্চিত হতে মুসকানের ইউএসজি পরীক্ষা করা হবে৷
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে নিজের মেয়ের জন্মদিন উদযাপন করতে লন্ডন থেকে মেরঠে ফিরেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ৷ এর পর গত ৩ মার্চ রাতে মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল মিলে সৌরভকে নৃশংস ভাবে খুন করে৷ সৌরভের দেহ টুকরো টুকরো করে একটি ড্রামের ভিতরে ভরে সিমেন্ট দিয়ে সিল করে মানালিতে ঘুরতে চলে যায় তারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Muskan Pregnancy Update: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement