Muskan Pregnancy Update: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি

Last Updated:

মেরঠের জেলের মেডিক্যাল অফিসার জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় মুসকানের প্রেগন্যান্সির বিষয়টি ধরা পড়েছে৷ এ বিষয়ে নিশ্চিত হতে মুসকানের ইউএসজি পরীক্ষা করা হবে৷

সৌরভ, মুসকান এবং তার প্রেমিক সাহিল৷
সৌরভ, মুসকান এবং তার প্রেমিক সাহিল৷
মেরঠ: মেরঠে সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর স্ত্রী মুসকান অন্তঃসত্ত্বা৷ জেলবন্দি মুসকানের শারীরিক পরীক্ষার পরই ধরা পড়েছে, দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি৷ যগরভদিও এই সন্তানের বাবা কে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন৷ মুসকানের এই গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়৷
নিজের প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী সৌরভকে নৃশংস ভাবে হত্যা করেছিল মুসকান৷ সাহিল এবং মুসকানের এই ঘনিষ্ঠতার কারণেই মুসকানের গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে৷
সৌরভ এবং মুসকানের একটি ছ বছরের কন্যাসন্তান রয়েছে৷ এই মুহূর্তে মুসকানের বাবা-মার কাছে রয়েছে সে৷ সৌরভের ভাই বাবলু রাজপুত এবং তাঁর মা আগেই ওই শিশুটির দায়িত্বভার নিতে চেয়ে পুলিশের কাছে দাবি জানিয়েছেন৷
advertisement
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মুসকানের দ্বিতীয় সন্তানের দায়িত্বও নিতে তৈরি সৌরভের পরিবার৷ তবে একটি শর্ত দিয়েছেন তাঁরা৷ সৌরভের ভাই বাবলু জানিয়েছেন, ‘যদি মুসকানের এই সন্তানও আমার ভাই সৌরভের হয়, তাহলে এই শিশুটির দায়িত্ব নিতেও তৈরি৷’
advertisement
মুসকানের বাবা-মা আগেই জানিয়েছিলেন, ছ বছরের নাতনির হেফাজত তাঁরা ছাড়তে রাজি নন৷ যদিও মুসকানের এই গর্ভস্থ সন্তানের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তাঁরা৷
মেরঠের জেলের মেডিক্যাল অফিসার জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় মুসকানের প্রেগন্যান্সির বিষয়টি ধরা পড়েছে৷ এ বিষয়ে নিশ্চিত হতে মুসকানের ইউএসজি পরীক্ষা করা হবে৷
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে নিজের মেয়ের জন্মদিন উদযাপন করতে লন্ডন থেকে মেরঠে ফিরেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ৷ এর পর গত ৩ মার্চ রাতে মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল মিলে সৌরভকে নৃশংস ভাবে খুন করে৷ সৌরভের দেহ টুকরো টুকরো করে একটি ড্রামের ভিতরে ভরে সিমেন্ট দিয়ে সিল করে মানালিতে ঘুরতে চলে যায় তারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Muskan Pregnancy Update: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement