Meerut Husband Murder Update: স্বামীর দেহ ১৫ টুকরো করে প্রেমিকের সঙ্গে মানালিতে! কীভাবে পুলিশের জালে মার্চেন্ট নেভির অফিসারের স্ত্রী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ২৮ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷
মিরাট: প্রেম করে বিয়ে, ফুটফুটে কন্যাসন্তান৷ দম্পতির সুখী জীবনে হঠাৎই ফাটল ধরালো স্ত্রীর পরকীয়া৷ তাও আবার স্বামীরই বন্ধুর সঙ্গে৷ যার জেরে সেই প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করে তাঁর দেহ ১৫ টুকরো করলেন স্ত্রী৷ তার পর সেই দেহাংশ একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে প্রেমিককে নিয়ে মানালিতে বেড়াতে চলে যায় ওই তরুণী৷
উত্তর প্রদেশের মিরাটে সম্পর্কের টানাপোড়েনে হাড় হিম করা এমনই এক হত্যাকাণ্ডের রহস্যভেদ করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিককে৷ পেশায় মার্চেন্ট নেভির অফিসার মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত৷ তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
প্রেম করে বিয়ে, সুখের সংসারে কীভাবে ফাটল?
মিরাটের ইন্দিরা নগরের বাসিন্দা পেশায় মার্চেন্ট নেভির অফিসার সৌরভ ২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷
advertisement
মেয়ের জন্মদিনে বাড়িতে এসে খুন
গত ২৮ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ এর পর ওই যুবকের দেহ টুকরো টুকরো করে কাটে সৌরভের স্ত্রী এবং তার প্রেমিক৷ টুকরো টুকরো করা সেই দেহাংশ একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারা৷
advertisement
স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে মানালিতে
বাড়ির লোকজন এবং পরিচিতরা খোঁজ করলে মুসকান জানায়, সৌরভ মানালি বেড়াতে গিয়েছে৷ এর পর নিজের প্রেমিক সাহিলকে নিয়ে মানালি চলে যায় সৌরভের স্ত্রী৷ সেখানে গিয়ে সৌরভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মানালির ছবি পোস্ট করতে থাকে দু জনে৷ কিন্তু সৌরভের পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাচ্ছিলেন না৷ এর পরই মৃত যুবকের পরিবার পুলিশের দ্বারস্থ হয়৷
advertisement
কীভাবে খুনের ষড়যন্ত্র ফাঁস করল পুলিশ
তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে সৌরভের স্ত্রী এবং তার প্রেমিকের উপরেই৷ দু জনকে আটকে করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ দু জনের বয়ানেই ধরা পড়ে অসঙ্গতি৷ শেষ পর্যন্ত পুলিশ চাপ দিতেই অপরাধের কথা কবুল করে দু জনে৷ এর পরই মৃত যুবকের দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 4:12 PM IST