পোষ্যদের জন্য রুটি বানাতে অস্বীকার, মিরাটে বোনকে গুলি করে হত্যা ব্যক্তির
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সেদিন রুটি বানাতে অস্বীকার করে অভিযুক্তের বোন। আর সেটাই হয় কাল
#মিরাট: ঘটনাটা চমকে দেওয়ার মতো। শুনতে অবাক লাগলেও সত্যি। পোষ্যদের জন্য রুটি বানাতে অস্বীকার করায় নিজের বোনকে গুলি করে হত্যা করল মিরাটের এক ব্যক্তি। গতকালই (সোমবার) গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আশিষকে। উত্তরপ্রদেশের মিরাটের ভবনপুর এলাকার ঘটনা।
মিরাটের এই অভিযুক্তের বয়স ২৫ বছর। মোট ২০টি কুকুর পুষেছিলেন তিনি। এই পোষ্যগুলির খাওয়ার তালিকাও লম্বা। এর জেরে প্রতিদিন ঝামেলা পোহাতে হত অভিযুক্তের বোনকে। কারণ রোজই এই ২০টি কুকুরের জন্য তার বোনকে রুটি বানানোর কথা বলত অভিযুক্ত। প্রথমের দিকে তা মেনে নিয়েছিল বোন। কিন্তু পরের দিকে বিষয়টি অসহ্য হয়ে ওঠে। কারণ এতগুলি কুকুরের জন্য এত পরিমাণ রুটি বানানো খুব একটা সোজা কাজ ছিল না। আর বেশিদিন সেই বিরক্তি পুষে রাখতে পারেননি যুবতি।
advertisement
Meerut: A 25-year-old man held for shooting his sister dead in Bhawanpur area. SP Dehat Keshav Kumar says, "Every day, the accused would ask his sister to make rotis for his 20 pet dogs. Today, he shot her dead when she denied". (14.12) pic.twitter.com/F1ZNEDVTPD
— ANI UP (@ANINewsUP) December 15, 2020
advertisement
advertisement
প্রতিদিনের মতোই দিন কয়েক আগে তার বোনকে পোষ্যদের জন্য রুটি বানানোর কথা বলে অভিযুক্ত। কিন্তু সেদিন রুটি বানাতে অস্বীকার করে অভিযুক্তের বোন। আর সেটাই কাল হয়। বোনকে রুটি বানানোর জন্য জোর করতে শুরু করে তাঁর দাদা। প্রথমে বচসা বাঁধে। পরে বচসা চরমে ওঠে। রাগের মাথায় বন্দুক বের করে বোনকে গুলি করে দেয় আশিষ। মৃত্যু হয় বোনের।
advertisement
একই কথা জানিয়েছেন এলাকার SP কেশব কুমার। তিনি জানিয়েছেন, বোন রুটি বানাতে অস্বীকার করায় এই খুনের ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গেছে, বোনের মাথায় ও বুকে গুলি করেছে অভিযুক্ত আশিষ। দফায় দফায় জেরা চলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। শীঘ্রই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 7:01 PM IST