কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্পকে কোনওদিনই মধ্যস্থতার অনুরোধ জানাননি প্রধানমন্ত্রী মোদি: বিদেশমন্ত্রক
Last Updated:
#ওয়াশিংটন: পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন দিনের আমেরিকা সফরের প্রথম দিনেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় ৷ সোমবার সেই বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প ৷ তাঁর দাবি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এ বিষয় তাঁকে কয়েক সপ্তাহ আগে মধ্যস্থতার জন্য অনুুরোধ জানিয়েছেন ৷ যদিও মার্কিন প্রেসিডেন্টের সে দাবি উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক ৷
We have seen @POTUS's remarks to the press that he is ready to mediate, if requested by India & Pakistan, on Kashmir issue. No such request has been made by PM @narendramodi to US President. It has been India's consistent position...1/2
— Raveesh Kumar (@MEAIndia) July 22, 2019
advertisement
...that all outstanding issues with Pakistan are discussed only bilaterally. Any engagement with Pakistan would require an end to cross border terrorism. The Shimla Agreement & the Lahore Declaration provide the basis to resolve all issues between India & Pakistan bilaterally.2/2
— Raveesh Kumar (@MEAIndia) July 22, 2019
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পর ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার ট্যুইট করে জানান, “আমরা শুনেছি আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্প বলেছেন ভারত ও পাকিস্তান চাইলে তিনি কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি। কিন্তু আমরা স্পষ্ট করতে চাই, প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরণের কোনও সাহায্য চাওয়া হয়নি। কাশ্মীর আমাদেরই অঙ্গ। পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সেই সমাধান সম্ভব। আর আলোচনা তখনই সম্ভব যখন পাকিস্তান সীমান্তের ওপার থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে। সিমলা চুক্তি ও লাহোর চুক্তিতে স্পষ্ট লেখা আছে, এই দুই দেশের মধ্যেকার সব সমস্যা যৌথ আলোচনার মধ্যেই সমাধান করতে হবে।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2019 8:40 AM IST