IAS Coaching Basement News: ৩ IAS পরীক্ষার্থীর জলে ডুবে অকালমৃত্যুর জের! কড়া অবস্থান নিল দিল্লি পুরসভা, পড়ল নোটিস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই বেসমেন্টে যে সমস্ত সংস্থা বাণিজ্যিক কাজকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং পুরনো রাজেন্দ্র নগরের ঘটনার জন্য কোনও এমসিডি কর্তা দায়ী কি না, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র।
নয়াদিল্লি: কোচিং সেন্টারের বেসমেন্টের জলে ডুবে ৩ আইএএস পরীক্ষার্থীর অকালমৃত্যুর পর থেকে বর্ষায় অব্যবস্থা নিয়ে তপ্ত দিল্লি৷ পুরনো রাজেন্দ্রনগর এলাকার ওই আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল লাইব্রেরি৷ ঘটনার দিন অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেয়া, তানিয়া, নবীনও সেখানেই ছিলেন৷ কিন্তু, বেসমেন্টে যখন হুহু করে জল ঢুকতে শুরু করেছে, তখন তাঁরা আর সেখান থেকে বেরতে পারেননি৷ ওইখানেই সলিল সমাধি হয় ৩ জনের৷
শনিবারের ঘটনার পরই নড়েচড়ে বসেছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)৷ MCD রবিবার জানিয়েছেন, রাজেন্দ্রনগর এলাকার ঘটনার পরেই তাঁরা অন্য ১৩টি কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দিয়েছেন৷
আরও পড়ুন: অবশেষে নিজের দলের সূচনা করছেন প্রশান্ত কিশোর! ঘোষণা করে দিলেন দিনক্ষণ, কবে শুরু পথচলা?
মেয়র শেলি ওবেরয়ের নির্দেশে, নাগরিক সংস্থার একটি দল ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খতিয়ে দেখেছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশও তদন্তে দিল্লি পুরসভাকে যুক্ত করতে চাইছে বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
ইতিমধ্যেই বেসমেন্টে যে সমস্ত সংস্থা বাণিজ্যিক কাজকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং পুরনো রাজেন্দ্র নগরের ঘটনার জন্য কোনও এমসিডি কর্তা দায়ী কি না, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র।
আরও পড়ুন: আমেরিকায় ফের ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! এক তরুণীর মৃত্যু, এখনও অধরা আততায়ী
উত্তরপ্রদেশের অম্বেদকর নগরের শ্রেয়া যাদব, তেলঙ্গানার তানিয়া সোনি এবং কেরলের এর্নাকুলামের নবীন ডালউইন শনিবার মধ্য দিল্লির ওল্ড রাজিন্দর নগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে কোচিং সেন্টারে প্লাবিত বেসমেন্ট ডুবে মারা যান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 29, 2024 11:09 AM IST