টিকিটের জন্য হুড়োহুড়ি নেতাদের! বিজেপির প্রার্থী হতে চাইলেন না এমবিএ পাশ যুবক

Last Updated:

পিছিয়ে থাকা সম্প্রদায়ের যুবক মনিকুট্টনকে প্রার্থী করে জনগণের ভরসা আদায় করতে চেয়েছিল গেরুয়া শিবির।

#ওয়াইনাড়: টিকিট পাওয়ার জন্য চারপাশে হুড়োহুড়ি নেতাদের। দল প্রার্থী করছে না বলে কেউ হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। কেউ আবার পোস্টার হাতে প্রতিবাদ জানাচ্ছেন। মানুষের সেবা করা গৌণ হয়ে দাঁড়িয়েছে যেন! আসল উদ্দেশ্য ক্ষমতা দখল। দল প্রার্থী না করায় বিজেপি নেতা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন, এমনও দেখা গিয়েছে। এমনকি কেউ কেউ দল ছাড়ার হুমকিও দিয়ে ফেলেছেন তবে সবাই তো আর ঝাঁকের কই নয়।
কেরলের এমবিএ পাশ যুবককে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু ৩১ বছর বয়সী সেই যুবক জানিয়ে দিলেন, তিনি বিজেপির প্রার্থী হতে চান না। চারপাশে যখন প্রার্থী হওয়ার জন্য ঠেলাঠেলি, তখন যেন দেশের রাজনৈতিক মহলে উদাহরণ সেই যুবক।
জেলার বাড়িমানত সিটে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেরলের তফশিলি জাতির প্রতিনিধি হিসেবে তাঁকে তুলে ধরতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। কেরালায় বিজেপির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তাই পিছিয়ে থাকা সম্প্রদায়ের যুবক মনিকুট্টনকে প্রার্থী করে জনগণের ভরসা আদায় করতে চেয়েছিল গেরুয়া শিবির।
advertisement
advertisement
গত রবিবার প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেই সময় মণিকুট্টনের নামও ঘোষণা করা হয় পার্টির তরফে। টিভিতে বিজেপি প্রার্থী হিসেবে নিজের নাম দেখে অবাক হয়ে যান তিনি। তারপরই সংবাদমাধ্যমের সামনে বলেন, বিজেপি আমাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই। কিন্তু আমি ফোনে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, প্রার্থী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই।
advertisement
কেন প্রার্থী হতে চান না তিনি! যুবকের দাবি, তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমবিএ পাশ করার পর আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই দেশসেবা করতে চান তিনি। চাকরি করতে চান। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই প্রার্থী হতে চান না। উল্লেখ্য, ২০১৬ সালে কেরলে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তিনি। কিন্তু এবার রাজনীতি থেকে মুখ ফেরাতে চান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিকিটের জন্য হুড়োহুড়ি নেতাদের! বিজেপির প্রার্থী হতে চাইলেন না এমবিএ পাশ যুবক
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement