রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী

Last Updated:

ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷

#মথুরা: বৃহস্পতিবার থেকেই পুলিশ ও দখলদারদের সংঘর্ষে উত্তপ্ত উত্তর প্রদেশের মথুরা ৷ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৪ জন ৷ এর মাঝে ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে, টুইটে নিজের সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন হেমা মালিনী ৷
এদিন ট্যুইটারে নিজের আগামী ছবির তাড়াতাড়ি মুক্তির কথা জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি ৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় মেরুন রঙের শাড়ি পড়া ছবি আপলোড করেছেন ৬৭ বছরের অভিনেত্রী ৷ মাড আইল্যান্ডে নিজের একাধিক ছবি পোস্ট করেন তিনি ৷ হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিয়ে  তিনি জানিয়েছেন মোটর চালিত বোটের সাহায্যে মুম্বই থেকে মাড আইল্যান্ডে যাতায়াত এখন খুব সহজ হয়ে গিয়েছে ৷
advertisement
গতকাল রাত থেকেই অগ্নিগর্ভ মথুরা ৷ সেখানকার সাংসদ হয়ে মথুরা সংঘর্ষকে উপেক্ষা করে এমন ট্যুইট করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ বিতর্কে শুরু হতেই সঙ্গে সঙ্গে ট্যুইট ডিলিট করে দেন হেমা মালিনী ৷
এরপর মথুরা নিয়ে তিনি একটি নতুন ট্যুইট করে জানান, ‘আমি কিছুক্ষণ আগেই মথুরা থেকে ফিরেছি ৷ ফেরার পর সেখানে হওয়া সংঘর্ষের কথা জানতে পেরেছি ৷ আমি খুবই দুঃখিত ৷ মথুরা আমার খুব প্রিয় জায়গা ৷ যদি প্রয়োজন হয় আমি ঘটনাস্থলে যাবো ৷ নিহতদের পরিবারে জন্য আমি শোকার্ত ৷’
advertisement
তাতেও থামেনি সমালোচনা ৷ অভিনেত্রী-সাংসদের এই ট্যুইটে দায়িত্বজ্ঞানহীনতাই চোখে পড়েছে সমালোচকদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement