রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী

Last Updated:

ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷

#মথুরা: বৃহস্পতিবার থেকেই পুলিশ ও দখলদারদের সংঘর্ষে উত্তপ্ত উত্তর প্রদেশের মথুরা ৷ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৪ জন ৷ এর মাঝে ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে, টুইটে নিজের সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন হেমা মালিনী ৷
এদিন ট্যুইটারে নিজের আগামী ছবির তাড়াতাড়ি মুক্তির কথা জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি ৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় মেরুন রঙের শাড়ি পড়া ছবি আপলোড করেছেন ৬৭ বছরের অভিনেত্রী ৷ মাড আইল্যান্ডে নিজের একাধিক ছবি পোস্ট করেন তিনি ৷ হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিয়ে  তিনি জানিয়েছেন মোটর চালিত বোটের সাহায্যে মুম্বই থেকে মাড আইল্যান্ডে যাতায়াত এখন খুব সহজ হয়ে গিয়েছে ৷
advertisement
গতকাল রাত থেকেই অগ্নিগর্ভ মথুরা ৷ সেখানকার সাংসদ হয়ে মথুরা সংঘর্ষকে উপেক্ষা করে এমন ট্যুইট করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ বিতর্কে শুরু হতেই সঙ্গে সঙ্গে ট্যুইট ডিলিট করে দেন হেমা মালিনী ৷
এরপর মথুরা নিয়ে তিনি একটি নতুন ট্যুইট করে জানান, ‘আমি কিছুক্ষণ আগেই মথুরা থেকে ফিরেছি ৷ ফেরার পর সেখানে হওয়া সংঘর্ষের কথা জানতে পেরেছি ৷ আমি খুবই দুঃখিত ৷ মথুরা আমার খুব প্রিয় জায়গা ৷ যদি প্রয়োজন হয় আমি ঘটনাস্থলে যাবো ৷ নিহতদের পরিবারে জন্য আমি শোকার্ত ৷’
advertisement
তাতেও থামেনি সমালোচনা ৷ অভিনেত্রী-সাংসদের এই ট্যুইটে দায়িত্বজ্ঞানহীনতাই চোখে পড়েছে সমালোচকদের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement