বরফের চাদরে মোড়া শিমলায় একাকী টয় ট্রেন, ছবি শেয়ার করল রেল মন্ত্রক

Last Updated:

বরফের চাদরে ঢাকা পড়েছে সিমলা, কুফরি, কিলং ও কল্পা৷ বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা ও হিমাচলের অনান্য অঞ্চলে লাগাতার তুষারপাত হয়েছে৷ বরফ পড়ার আচমকা উৎসবে পর্যটকরাও মেতেছেন আনন্দে৷

#শিমলা: মরসুমের প্রথম তুষারপাত দেখল হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা৷ যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা৷ বরফের চাদরে ঢাকা পড়েছে সিমলা, কুফরি, কিলং ও কল্পা৷ বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা ও হিমাচলের অনান্য অঞ্চলে লাগাতার তুষারপাত হয়েছে৷ বরফ পড়ার আচমকা উৎসবে পর্যটকরাও মেতেছেন আনন্দে৷
মানালির সোলাং ভ্যালিতে স্কি-র মজা নিচ্ছেন তাঁরা৷ শিমলার তামমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে৷ তুষারপাতের জেরেই শিমলা এবং সন্নিহিত বিভিন্ন জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে৷ এমনকী বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া যাচ্ছে৷ যদিও শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ শ্বেতশুভ্র শিমলার ছবি ট্যুইট করেছে সংবাদ সংস্থা এএনআই৷ শিমলার ছবি দেখলে মনে হবে, এ যেন জম্মু-কাশ্মীর৷
advertisement
advertisement
advertisement
Snow clad Locomotives and snow covered tracks on Shimla - Kalka Heritage route mesmerize everyone. pic.twitter.com/7jQbdJrvvI
— Ministry of Railways (@RailMinIndia) February 4, 2021
advertisement
অন্যদিকে রেল মন্ত্রক শিমলা-কালকা ন্যারোগেজ লাইনে চলা বিশেষ সাত কোচের হেরিটেজ টয়-ট্রেনের ছবি শেয়ার করেছে। তারা লিখেছে, "শিমলার বরফে মোড়া ট্র্যাকে বরফে ঢাকা লোকোমোটিভ (ইঞ্জিন)৷ শিমলা-কালকা হেরিটেজ রুটের দৃশ্য সকলকে মোহিত করেছে৷"
বাংলা খবর/ খবর/দেশ/
বরফের চাদরে মোড়া শিমলায় একাকী টয় ট্রেন, ছবি শেয়ার করল রেল মন্ত্রক
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement