বরফের চাদরে মোড়া শিমলায় একাকী টয় ট্রেন, ছবি শেয়ার করল রেল মন্ত্রক
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
বরফের চাদরে ঢাকা পড়েছে সিমলা, কুফরি, কিলং ও কল্পা৷ বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা ও হিমাচলের অনান্য অঞ্চলে লাগাতার তুষারপাত হয়েছে৷ বরফ পড়ার আচমকা উৎসবে পর্যটকরাও মেতেছেন আনন্দে৷
#শিমলা: মরসুমের প্রথম তুষারপাত দেখল হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা৷ যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা৷ বরফের চাদরে ঢাকা পড়েছে সিমলা, কুফরি, কিলং ও কল্পা৷ বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা ও হিমাচলের অনান্য অঞ্চলে লাগাতার তুষারপাত হয়েছে৷ বরফ পড়ার আচমকা উৎসবে পর্যটকরাও মেতেছেন আনন্দে৷
মানালির সোলাং ভ্যালিতে স্কি-র মজা নিচ্ছেন তাঁরা৷ শিমলার তামমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে৷ তুষারপাতের জেরেই শিমলা এবং সন্নিহিত বিভিন্ন জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে৷ এমনকী বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া যাচ্ছে৷ যদিও শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ শ্বেতশুভ্র শিমলার ছবি ট্যুইট করেছে সংবাদ সংস্থা এএনআই৷ শিমলার ছবি দেখলে মনে হবে, এ যেন জম্মু-কাশ্মীর৷
advertisement
Himachal Pradesh: Shimla gets covered in a blanket of snow, as the region receives fresh snowfall. pic.twitter.com/lpzzSvUYle
— ANI (@ANI) February 4, 2021
advertisement
Amazing Sight:
#WATCH Himachal Pradesh: Shimla received fresh snowfall today. pic.twitter.com/hN068OIbym
— ANI (@ANI) February 4, 2021
advertisement
Snow clad Locomotives and snow covered tracks on Shimla - Kalka Heritage route mesmerize everyone. pic.twitter.com/7jQbdJrvvI
— Ministry of Railways (@RailMinIndia) February 4, 2021
Heavy snowfall occurred in #Shimla. pic.twitter.com/DdPwfq7Bop
— All India Radio News (@airnewsalerts) February 4, 2021
advertisement
অন্যদিকে রেল মন্ত্রক শিমলা-কালকা ন্যারোগেজ লাইনে চলা বিশেষ সাত কোচের হেরিটেজ টয়-ট্রেনের ছবি শেয়ার করেছে। তারা লিখেছে, "শিমলার বরফে মোড়া ট্র্যাকে বরফে ঢাকা লোকোমোটিভ (ইঞ্জিন)৷ শিমলা-কালকা হেরিটেজ রুটের দৃশ্য সকলকে মোহিত করেছে৷"
Location :
First Published :
February 05, 2021 12:09 AM IST