Unnao Case: উন্নাওয়ে মন্ত্রীরা যেতেই তেড়ে এলেন গ্রামবাসীরা, ২৫ লক্ষ টাকা ও বাড়ি ক্ষতিপূরণ
Last Updated:
#লখনৌ: উন্নাওয়ে ধর্ষিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশে সরকার৷ সরকারের বক্তব্য, ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার হবে ঘটনার৷ এ দিন উন্নাওয়ে যোগী সরকারের দুই মন্ত্রী ধর্ষিতার বাড়িতে গেলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন৷ এ দিন যোগী সরকারের মন্ত্রী কমল রানি বরুণ ও স্বামীপ্রসাদ মৌর্য যান মৃত মহিলার বাড়িতে৷
Delhi: Police use water canons on protesters who were holding a candle march from Raj Ghat to India Gate. Protestors are demanding justice for the Unnao rape victim who died yesterday. pic.twitter.com/Q4g9ETtDRe
— ANI (@ANI) December 7, 2019
advertisement
শনিবার বিকেলে মন্ত্রীদের কনভয় দেখেই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্লোগান দিতে থাকেন, 'এখন কেন?' বিক্ষোভ সামাল দিতে স্বামীপ্রসাদ মৌর্য বলেন, 'দোষীদের কাউকে ছাড়া হবে না৷ এটা রাজনীতির বিষয় নয়৷ কড়া পদক্ষেপ করা হবে৷'
advertisement
Unnao: Samajwadi Party state President Naresh Uttam Patel and other party leaders visit Unnao rape victim's residence. pic.twitter.com/gNpROGiBMF — ANI UP (@ANINewsUP) December 7, 2019
এ দিন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ধর্ষিতা মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় দলীয় কার্যালয়ে ২ মিনিট নিরবতা পালন করে৷ তারপর অখিলেশ যান ধর্ষিতার বাড়িতে৷ এ দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও দেখা করেন মৃত মহিলার পরিবারের সঙ্গে৷ উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরেক ধর্ষিতার পরিবারের প্রসঙ্গ তোলেন৷
advertisement
#WATCH Unnao: National Students' Union of India (NSUI) members being detained by police, while they were protesting against the visit of Ministers Kamal Rani Varun, Swami Prasad Maurya and MP Sakshi Maharaj to Unnao rape victim's residence. pic.twitter.com/mkDZo5lUeA
— ANI UP (@ANINewsUP) December 7, 2019
advertisement
গত জুলাইয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'মনে রাখবেন, এই রাজ্যে এই একই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কেন ধর্ষিতাকে নিরাপত্তার ব্যবস্থা করেনি সরকার? আমি শুনেছি, হামলাকারীরা বিজেপি-র সঙ্গে জড়িত৷'
Lucknow: Congress workers held protest against Unnao rape case, today. pic.twitter.com/uiyhPyqMOc — ANI UP (@ANINewsUP) December 7, 2019
advertisement
লখনৌয়ে বিধানসভার সামনে এ দিন ধর্নায় বসেন অখিলেশ যাদব৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'প্রত্যেক বার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের গুলি করে দেওয়া হবে৷ কিন্তু সরকার দেশের এক কন্যার জীবন বাঁচাতে পারে না৷'
দেখুন ভিডিও: উন্নাওয়ে নিহত ধর্ষিতার বাড়ি গিয়ে তীব্র বিক্ষোভের মুখে যোগী সরকারের দুই মন্ত্রী
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2019 6:21 PM IST