Fire: কাজ করছিলেন ২০০০ কর্মী, রাজকোটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আহত চার দমকল কর্মী

Last Updated:

Gujrat Rajkot Fire: গুজরাতের রাজকোটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বৃহস্পতিবার ভরদুপুরে এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এজিআই জিআইডিসি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক এই ঘটনায় জখম হয়েছেন।

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজকোটে। ছবি- সংগৃহীত।
ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজকোটে। ছবি- সংগৃহীত।
রাজকোট: গুজরাতের রাজকোটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বৃহস্পতিবার ভরদুপুরে এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এজিআই জিআইডিসি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক এই ঘটনায় জখম হয়েছেন।
দমকল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যখন একটি ট্রাক থেকে ন্যাপথলিন নামানো হচ্ছিল, সেই সময়েই আগুন লেগে যায়।
advertisement
এই প্রসঙ্গে দমকলের এক আধিকারিক জানান, “আমরা ঠিক কীভাবে আগুন লাগল তা অনুসন্ধান করছি। তবে কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক রাখা ছিল। এরফলেই গোটা কারখানাতেই আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
ওই কারখানায় থাকা দুটি গাড়ি এবং দুটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে এক দমকল আধিকারিক বলেন, “ওই কারখানায় এত বেশি আগুন ছড়িয়ে পড়েছিল। আমাদের জল নয় ফোম ছড়াতে হয়েছে।”
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার দমকলকর্মী দমবন্ধ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর মোট ৫০ জন কর্মীকে পাঠানো হয়েছে।
advertisement
যখন প্রতিবেদন লেখা হচ্ছে, শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই জানানো হয়েছে দমকল বাহিনী পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fire: কাজ করছিলেন ২০০০ কর্মী, রাজকোটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আহত চার দমকল কর্মী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement