Marriage Chaos: বাজি ফাটাতে গিয়ে বরযাত্রীর গাড়ির ভিতরে আগুন! মুহূর্তে আনন্দ বদলে গেল দুঃখে, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Marriage Chaos: আহতদের শেষমেশ বর যাত্রার এক সদস্য উদ্ধার করেন এবং তাদের চিকিৎসার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরে স্থানীয় পুলিশ সেটি উদ্ধার করে।
advertisement
সাহারানপুর: উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি বিয়ের শোভাযাত্রায় সম্প্রতি একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়ির সানরুফ থেকে বেরিয়ে ক্রমাগত আতশবাজি ফাটাচ্ছেন। পটকার বিকট আওয়াজে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি থামার কোনও লক্ষণ দেখাননি এবং ফুল ও অন্যান্য বিয়ের সাজসজ্জা দিয়ে সুসজ্জিত গাড়ি থেকে রকেট ছুঁড়েই চলছিলেন।
advertisement
তিনি একটি বন্দুক ব্যবহার করে আতশবাজি ফাটাচ্ছিলেন। এটার মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। এর ফলে কিছু আতশবাজি তার হাতে ফাটে এবং আগুনের ফুলকি গাড়ির ভিতরে গিয়ে পড়ে।
গাড়িটির মধ্যে সম্ভবত আরও আতশবাজি মজুত ছিল, যা একটি ব্যাগে রাখা ছিল। আগুনের ছোঁয়া পেতেই পুরো বাজির স্টক আগুনে পুড়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়িটি ধোঁয়া ও আগুনে ভরে যাওয়ার পর দ্রুত দুই ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে আসেন। পথচারীরা গাড়িটির দিকে ছুটে আসেন, আশঙ্কা করে যে আরও মানুষ ভেতরে আটকে থাকতে পারে।
advertisement
এই ঘটনার বিশদ বিবরণ এক্স (পূর্বে টুইটার)-এ শেয়ার করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে যে এই বেপরোয়া কাজের ফলে দুই ব্যক্তি আহত হয়েছেন। এতে বলা হয়েছে, “খোলা রাস্তায় নিরাপদে আতশবাজি ফাটানোর বদলে দুই যুবক তাদের গাড়ির সানরুফ থেকে পটকা ফাটান। স্ফুলিঙ্গ গাড়ির ওপর পড়ে এবং ভেতরে থাকা আতশবাজির বাক্সগুলো আগুনে পুড়ে যায়।”
advertisement
ফ্রি প্রেস জার্নালের মতে, ভয়াবহ ঘটনাটি গন্দেভদা গ্রামের এক বাসিন্দার বর যাত্রীতে ঘটেছিল। শোভাযাত্রাটি দেরাদুন যাওয়ার পথে ছিল, কিন্তু আতশবাজির এই ঘটনায় উৎসব উদযাপন বিপর্যয়ে পরিণত হয়।
A car caught fire after a man recklessly burst firecrackers throughs its sunroof. The incident was reported from the #Saharanpur area of #UttarPradesh.
It was during a wedding celebration that people were engaged in bursting firecrackers, however, they did so in a risky manner.… pic.twitter.com/fdBL8FIEcM
— Hate Detector 🔍 (@HateDetectors) November 27, 2024
advertisement
আহতদের শেষমেশ বর যাত্রার সদস্য জাভেদ উদ্ধার করেন এবং তাদের চিকিৎসার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরে স্থানীয় পুলিশ সেটি উদ্ধার করে। দোষীদের বিরুদ্ধে জরিমানাও আরোপ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
চণ্ডীগড়েও গত মাসে এমনই একটি ঘটনা ঘটে, যেখানে ব্যক্তিদের একটি ব্যক্তিগত গাড়ির ছাদ থেকে আতশবাজি ফাটাতে দেখা যায়। দীপাবলির সময় এমন বিপজ্জনক কর্মকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 12:35 AM IST