Lok Sabha Elections 2024: আগে ভোট, পরে বিয়ে! বরের পোশাকে ভোট দিতে এসে শিরোনামে মহারাষ্ট্রের তরুণ
- Published by:ratnadeep ray
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় দফার ভোটের দিনেই বিয়ের দিন পড়েছিল মহারাষ্ট্রের এক তরুণের। বিয়ের জন্য ভোট মিস করতে নারাজ সেই তরুণ।
দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। ২৬ এপ্রিল দেশের ৮৮টি কেন্দ্রে চলছে লোক সভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট চলছে মহারাষ্ট্রের একাধিক আসনে। এর মধ্যেই বরের বেশে ভোট দিতে এসে শিরোনামে এক তরুণ।
দ্বিতীয় দফার ভোটের দিনেই বিয়ের দিন পড়েছিল মহারাষ্ট্রের এক তরুণের। বিয়ের জন্য ভোট মিস করতে নারাজ সেই তরুণ। শুক্রবার মহারাষ্ট্রের অমরাবতীতে বিয়ের দিনই পরিবার নিয়ে ভোট দিতে এসেছিলেন এক তরুণ। কনের সাজে ভোট কেন্দ্রে এসে সেই যুবকের মন্তব্য, ‘বিয়ের জন্য অপেক্ষা করা যায়, কিন্তু ভোট গুরুত্বপূর্ণ’। কিন্তু বিয়ের দিন ভোট দিতে এলে বিয়ে করবেন কখন! যুবকের জানান, বিয়ে করবেন দুপুর দুটোয়, তার আগে তাই সপরিবারে ভোট দিয়ে এলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত এ দিন মহারাষ্ট্রের ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কাজ ফেলে মানুষ লোকসভা নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন। তাই বিয়ের দিনেই বরের পোশাকে সপরিবারে ভোট কেন্দ্রে হাজির হলেন এই যুবক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 6:05 PM IST