ঝাড়খণ্ডে পুলিশের ১২টি কোয়ার্টার ওড়াল মাওবাদীরা, শুরু ব্যাপক তল্লাশি

Last Updated:

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড‌ে শনিবার দুপুরে।

#সিংভূম: করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই গতিবিধি বাড়ছে মাওবাদীদের। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পুলিশের ১২টি ভবন ওড়াল মাওবাদীরা।
পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড‌ে শনিবার দুপুরে। অস্ত্র দেখিয়ে ওই ভবনগুলিতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের এলাকা খালি করতে বলা হয়।
সংবাদসংস্থার কাছে অভিযোগ করা হয়, ওই পুলিশকর্মীদের বেধড়ক মারধরও করে দুষ্কৃতীরা। সাবধান করে বলা হয়, হেডকোয়ার্টারে খবর দিলে বিপদ বাড়বে।এর পরে আইইডি বিস্ফোরণে ওই এলাকার সব ক'টি বাড়ি উড়িয়ে দেয় ওই মাওবাদীর।
advertisement
advertisement
পুলিশ সুপারের কথায়, "আমাদের প্রাথমিক তদন্ত বলছে বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল এই মাওবাদীরা। রাস্তায় গাছ কেটে আমাদের যাতায়াতের পথও রুদ্ধ করেছে ওরা।"
তাঁর কথায় গোটা বন জুড়ে দুষ্কৃতীদের ‌খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঝাড়খণ্ডে পুলিশের ১২টি কোয়ার্টার ওড়াল মাওবাদীরা, শুরু ব্যাপক তল্লাশি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement