#রায়পুর: ২০ নভেম্বর ছত্তীসগড়ের দ্বিতীয় দফার নির্বাচন ৷ তার আগেই ফের রক্তাক্ত ছত্তীসগড় ৷ বীজাপুরে ভোটের কর্তব্যরত জওয়ানদের উপর হামলা ৷ আইইডি বিস্ফোরণে গুরুতর আহত পাঁচ জওয়ান এবং ১ স্থানীয় বাসিন্দা ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জওয়ানদের বাসে হামলা চালায় মাওবাদীরা ৷ আহতদের মধ্যে রয়েছেন চার বিএসএফ জওয়ান, ১জন ছত্তীসগড় পুলিশের ডিআরজি জওয়ান ৷ বুথকেন্দ্রগুলিতে টহল দিচ্ছিলেন জওয়ানেরা ৷ সেই সময়ই তাদের লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা ৷ প্রথমে আইইডি বিস্ফোরণ ৷ তারপর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়ে মাওবাদীরা ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা ৷
ছত্তীসগড়ে বিজেপি-র প্রচারের অন্যতম মুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ প্রথম দফায় ৭০ শতাংশের বেশি ভোট পড়ার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ প্রথম দফায় ছত্তীসগড় দেখিয়ে দিয়েছে, মাওবাদীদের তাঁরা ভয় পান না৷ এ বার পালা দ্বিতীয় দফার৷ ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ছত্তীসগড়ে৷ মাও অধ্যুষিত এলাকায় ভোটগ্রহণ হওয়া স্বত্ত্বেও নির্বাচন কমিশনের চূড়ান্ত হার বলছে, ৭৬.২৮% ভোটগ্রহণ ৷ হামলার ভয় এড়িয়েই বুথে গিয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ ৷
Senior police officials say "situation under control." Tell @IndianExpress that there are 4 BSF jawans, one Chhattisgarh Police DRG jawan, and a civilian, who was on a bike when the IED exploded, who are among the injured.
— Dipankar Ghose (@dipankarghose31) November 14, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Election 2018, Chhattisgarh Assembly Election 2018, Maoists attack