Maoist: মাওবাদী অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ এক সেনা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও চার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Maoist: প্রাপ্ত তথ্য অনুসারে, নিরাপত্তা বাহিনী ও জেলা পুলিশের যৌথ তত্বাবধানে টোন্টো থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
রাজু সিং, ঝাড়গ্রাম: পশ্চিম সিংভূম জেলার অত্যন্ত বিদ্রোহ-প্রবণ টন্টো থানা এলাকার তুম্বাহাকা এবং সরজোমবুরু গ্রামের কাছে অবস্থিত জঙ্গল পাহাড়িতে আজ বিকেলে আইইডি বিস্ফোরণে কোবরা ব্যাটালিয়নের এক সৈন্য শহিদ এবং আরও চার-পাঁচজন সৈন্য আহত হয়েছেন।
জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ না করায় ঘটনার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা সম্ভব হয়নি। প্রাপ্ত তথ্য অনুসারে, নিরাপত্তা বাহিনী ও জেলা পুলিশের যৌথ তত্বাবধানে টোন্টো থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
advertisement
advertisement
এদিকে আইইডি বিস্ফোরণে কোবরা ব্যাটালিয়নের ৬ জন জওয়ান আহত হয়েছেন। যার মধ্যে একজন মারা গিয়েছেন এবং চার-পাঁচজন জওয়ান আহত হয়েছেন। যাদের উদ্ধার করে রাঁচিতে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: ‘বাংলাতেই এমন হয়!’ স্পেনে শিল্প ঘোষণা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়
গোটা এলাকায় চলছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সিআরপিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই এলাকায় মাওবাদীদের বড় দল বড়সড় নাশকতার পরিকল্পনা করছে বলে সিআরপিএফ সূত্রে খবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 10:10 PM IST