Home /News /national /
সুকনায় মাওবাদী হামলায় মৃত এক জওয়ান

সুকনায় মাওবাদী হামলায় মৃত এক জওয়ান

মাওবাদী হামলায় ফের অশান্ত রায়পুর ৷ সোমবার সকালে নিজেদের ডেরা সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে জোর গুলির লড়াই হয় সিআরপিএফ জওয়ানদের ৷ সেখানে মাওবাদীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে ২১৭ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ানের ৷ নাম অশোক কুমার ৷

আরও পড়ুন...
 • News18
 • Last Updated :
 • Share this:

  #রায়পুর: মাওবাদী হামলায় ফের অশান্ত রায়পুর ৷ সোমবার সকালে নিজেদের ডেরা সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে জোর গুলির লড়াই হয় সিআরপিএফ জওয়ানদের ৷ সেখানে মাওবাদীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে ২১৭ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ানের ৷ নাম অশোক কুমার ৷ পাশাপাশি জখম হয়েছেন এক জন ৷ রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে মারাগুড়া ক্যাম্পের কাছে মাওবাদীদের রাস্তা খোঁড়ার খবর পেয়ে অভিযানে যায় সিআরপিএফ-এর ২১৭ তম ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের উপর হামলা চালায় মাওবাদীরা৷শুরু হয় গুলির লড়াই৷এর মধ্যে অশোক কুমারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত বাহিনী৷ পিছু হটতে থাকা মাওবাদীরা ৷ অবশেষে জঙ্গলে পালিয়ে যায় তারা ৷ মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

  First published:

  Tags: Maoist, Sukna

  পরবর্তী খবর