• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • টানা দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহর লাল খট্টর, সঙ্গে উপমুখ্যমন্ত্রী দুষ্যম্ত চৌট্টালা

টানা দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহর লাল খট্টর, সঙ্গে উপমুখ্যমন্ত্রী দুষ্যম্ত চৌট্টালা

 • Share this:
  #চন্ডীগড়: লাগাতার দ্বিতীয়বার ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে মনোহর লাল খট্টর ৷ হরিয়ানাতে শুরু বিজেপির নতুন জোট ইনিংস। জেজেপিকে নিয়ে আগেই সরকার গঠনের কথা জানানো হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন মনোহরলাল খট্টর। রাজ্যপাল সরকার গঠনের জন্য আহবান জানালে জেজেপি ও সাত নির্দলের সমর্থন নিয়ে রবিবার শপথ নিলেন খট্টর ৷ জোটের বাধ্যবাধকতা মাথায় রেখে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ৩১ বছরের জেজেপি নেতা দুষ্যন্ত চৌট্টালা। রাজভবনে এদিনের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ছেলের শপথ দেখতে প্যারোলে হাজির ছিলেন অজয় চৌট্টালা। গতকালই ১৪ দিনের প্যারল পেলেন দুষ্যন্ত চৌতালার বাবা। এই নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে দুষ্যন্তের দাবি, আইন মেনেই চোদ্দদিনের জন্য প্যারল পেয়েছেন তিনি। শনিবারই রাজ্যপালের সঙ্গে দেখা করেন খট্টর। তাঁর সঙ্গে ছিলেন জেজেপি প্রধান দুষ্যন্ত চৌতালা, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রাজ্য বিজেপি নেতা অনিল জৈন, সুভাষ বরালা। খট্টর সরকারকে সমর্থন জানিয়েছেন সাত নির্দল বিধায়কও।
  First published: