জোট নিয়ে কংগ্রেসে মতানৈক্য,মানসকে ঠেকাতে মান্নান
Last Updated:
জোট নিয়ে আড়াআড়ি ভাগ কংগ্রেসে। মানসকে ঠেকাতে এবার ময়দানে মান্নান। রাহুলের সঙ্গে বৈঠকের পরেও আলদা করে দশ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ।বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল আবদুল মান্নানের। আঁচ বাঁচাচ্ছেন সভাপতি অধীর।
#নয়াদিল্লি: জোট নিয়ে আড়াআড়ি ভাগ কংগ্রেসে। মানসকে ঠেকাতে এবার ময়দানে মান্নান। রাহুলের সঙ্গে বৈঠকের পরেও আলদা করে দশ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ।বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল আবদুল মান্নানের। আঁচ বাঁচাচ্ছেন সভাপতি অধীর।
জোট রাজনীতির জট ঘিরে মতানৈক্য বাড়ছে কংগ্রেসে। রাহুল গান্ধির সঙ্গে প্রদেশ নেতৃত্বের বৈঠকের পরও সমাধানসূত্র অধরা। পরের দিন সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বামেদের সঙ্গে জোট নিয়ে সমস্যার কথাই তুলে ধরেন মানস ভুঁইয়া। এবার মানস শিবিরকে রুখতে দশ জনপথে সোনিয়ার দরবারে আবদুল মান্নান। রাজ্য থেকে তৃণমূল সরকারকে হঠাতে বামেদের সঙ্গেই জোটের পক্ষেই সওয়াল করেন তিনি। কংগ্রেস বা বাম, কারো একার পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয় বলে কার্যত রাজ্যে কংগ্রেসের দৈন্য দশার কথাই স্বীকার করে নেন মান্নান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2016 4:35 PM IST