Mann Ki Baat 100th Episode: ‘বিদেশের আগে দেশের অন্তত এই ১৫ জায়গায় ঘুরুন’, কেন এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শুধু পর্যটন নয়, সেইসঙ্গে নজর দিতে হবে পরিবেশের দিকেও৷ ‘সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক’ থেকে শুরু করে ‘ই-বর্জ্য’, পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী আগামী দিনে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন এই বিশেষ অনুষ্ঠানে
‘‘বিদেশে ঘুরতে যাওয়ার আগে নিজের দেশের অন্তত পনেরোটি জায়গা ঘুরে আসুন’’৷ ‘মন কি বাতের’ ১০০ তম পর্বে দেশের পর্যটন ব্যবস্থায় আরও গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে শুধু পর্যটন নয়, সেইসঙ্গে নজর দিতে হবে পরিবেশের দিকেও৷ ‘সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক’ থেকে শুরু করে ‘ই-বর্জ্য’, পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী আগামী দিনে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন এই বিশেষ অনুষ্ঠানে৷
উত্তরে পাহাড়, দক্ষিণে সমুদ্র হয়ে মালভুমি, মরুভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান ভারত৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে এর আগেও বহুবার পর্যটন বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী৷ আজ বিশেষ ১০০ তম পর্বে অন্যান্য বহু গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি তাই পর্যটন নিয়েও কথা বলেন তিনি৷ ভ্রমণপিপাসুদের আমাদের দেশের পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরে আসার কথা বলেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়,‘‘ আমি সবসময় বলি যে, বিদেশে বেড়াতে যাওয়ার আগে আমাদের নিজের দেশের অন্তত পনেরোটি পর্যটন কেন্দ্রে বেড়াতে যান৷ এই গন্তব্যকেন্দ্রগুলি আপনার নিজের রাজ্যের নয়, অন্য কোনও রাজ্যের হওয়া উচিত৷’’
advertisement
advertisement
তবে, বর্তমানে পর্যটনের পাশাপাশি পরিবেশবিদদের চিন্তা বাড়াচ্ছে পর্যটনের ফলে বাড়তে থাকা পরিবেশ দূষণ৷ অতিরিক্ত প্ল্যাস্টিক-সহ অন্যান্য বর্জ্য থেকে হওয়া দূষণের ফলে ক্ষতি হচ্ছে পর্যটন কেন্দ্রগুলির৷ ভবিষ্যতে এই বিষয়ে সচেতন হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন,‘‘ আমরা ক্লিন সিয়াচেন, সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক অর্থাৎ মাত্র একবার ব্যবহার যোগ্য প্ল্যাস্টিকের ব্যবহার সঙ্গে ই-বর্জ্যের মতো বিভিন্ন গুরুতর বিষয়গুলি নিয়ে কথা বলেছি৷ শুধু দেশ নয়, সারা বিশ্ব এই বিষয়গুলি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন৷’’ ‘মন কি বাতের’ আজকের এই পর্ব পরিবেশগত সমস্যা সমাধানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস৷
advertisement
আরও পড়ুন: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে উচ্ছ্বসিত, ১০০তম ‘মন কি বাত’-এ স্ট্র্যাটেজি বুঝিয়ে দিলেন মোদি
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ৩ অক্টোবর রেডিওতে শুরু হয় ‘মোদির মন কি বাত’ অনুষ্ঠান৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর মনের কথা আমজনতার কাছে পৌঁছে দিতেই এই অনুষ্ঠানের সূচনা৷ আজ তার সেঞ্চুরি পর্বে পুরনো বিশেষ কিছু পর্বের স্মৃতিচারণের পাশাপাশি দেশের আভ্যন্তরিন বহু বিষয়ে বক্তব্য রাখেন মোদিজি৷ বারাক ওবামার সঙ্গে বিশেষ পর্ব থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ হয়ে পর্যটন, বিশেষ পর্বে বাদ গেল না কিছুই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 1:47 PM IST