নোটবন্দির ক্ষত এখনও প্রকট ! নোটবন্দির ২ বছরে মোদি সরকারকে তুলোধনা মনমোহনের
Last Updated:
নয়াদিল্লি: নোটবন্দির পর দু’বছর কেটে গিয়েছে ৷ কিন্তু সেটির স্মৃতি এখনও টাটকা ৷ আর তা নিয়েই বিরোধী শিবিরের আক্রমণের মুখে মোদি সরকার ৷ নোটবন্দি নিয়ে মোদি সরকারকে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
কেন্দ্রকে নিশানা করে সাংবাদিক সম্মেলন করেন মনমোহন ৷ তিনি বলেন, ‘নোটবন্দির সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত ৷ নোটবন্দির ক্ষত এখনও সবক্ষেত্রে প্রকট ৷ সবার ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে ৷ জিডিপি বৃদ্ধির হার ভয়ঙ্কর কমেছে ৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্ষতিকর প্রভাব ৷ নোটবন্দিতে বাজারে অস্থিরতা বেড়েছে ৷ পরিকল্পনাহীন, স্বল্পমেয়াদি সিদ্ধান্ত অনুচিত ৷ পরিকল্পনাহীন সিদ্ধান্তে গোটা দেশ ভুগতে পারে ৷ আজকের দিনটি দেশের অর্থনীতিতে ব্ল্যাক ডে ৷’
advertisement
The cost & #DestructionByDemonetisation was endured by every citizen of this country other than few crony capitalist friends of PM Modi. Demonetisation was a black day for our democracy & our economy. #NotebandiKiDoosriBarsi pic.twitter.com/FBF9bzErGn
— Dr. Manmohan Singh (@_ManmohanSingh) November 8, 2018
advertisement
advertisement
২০১৬ সালের ৮ নভেম্বর। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৫৫ মিনিটের ভাষণ। গোটা দেশ তোলপাড়। ১০০০ ও ৫০০ হাজার নোট বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের। এটিএম, ব্যাঙ্কেও বসে নিয়ন্ত্রণ। প্রতিশ্রুতি, মাত্র ৫০ দিনের মধ্যে কালো টাকা মুক্ত হবে অর্থনীতি। বহু ভোগান্তি, অনেক হয়রানির পর হাতে কি এল? আরবিআইয়ের রিপোর্ট জানাচ্ছে, কালো টাকা নষ্টের বদলে ব্যাঙ্কেই ফেরত এসেছে। ২ বছর পরেও নোট বাতিল নিয়ে লাভ-ক্ষতির হিসাবনিকেশ চলছেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2018 3:42 PM IST