Bizarre News: 'পিঁপড়ের ভয়ে আর পারছি না...', ২৫ বছরের মনীষার মর্মান্তিক পরিণতি, চিরকূটে লেখা চোখে জল আনবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bizarre News: বছরের পর বছর ধরে মাইর্মেকোফোবিয়া ভুগছিলেন এই মহিলা। তিনি তার স্বামী এবং মেয়ের জন্য একটি চিরকুট রেখে গিয়েছেন। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
তেলঙ্গনা: হায়দরাবাদ শহরে পিঁপড়ের ভয়ের সঙ্গে বছরের পর বছর লড়াই করতে করতে ২৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু। গল্প মনে হলেও, এই ঘটনা একেবারে সত্যি। হায়দরাবাদ আমিনপুরের বাসিন্দা মনীষা, তাঁর স্বামী এবং তিন বছরের মেয়ের সঙ্গে বসবাস করতেন, পিঁপড়ের আতঙ্কে ভুগছিলেন বহু বছর ধরে। চিকিৎসার পরিভাষায় এই ভয়কে ‘মাইর্মেকোফোবিয়া’ বলা হয়।
তেলঙ্গনা টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, মহিলা সুইসাইড নোটে নিজের যন্ত্রণা, উদ্বেগের কথা লিখে গিয়েছেন। তিনি লিখেছেন, “ক্রমাগত এই উদ্বেগ নিয়ে আর কিছুতেই বাঁচতে পারছি না”, তাই এই চরম সিদ্ধান্ত। পাশাপাশি, স্বামীকে নিজেদের একমাত্র সন্তানের যত্ন নিতে অনুরোধ করেছেন।
advertisement
আরও পড়ুনঃ ‘ডায়াপার শিশুর কিডনির…’, আচমকা ভাইরাল দাবির জবাব দিচ্ছেন চিকিৎসক, বাড়ছে আতঙ্ক
মঙ্গলবার সন্ধ্যায়, মহিলার স্বামী শ্রীকান্ত কাজ থেকে বাড়ি ফিরে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজা ভাঙার জন্য প্রতিবেশীদের সাহায্য চান, সেই সময়ই দরজা ভেঙে দেখা যায় শাড়ি ব্যবহার করে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুরবাসীদের জন্য সুবর্ণ সুযোগ! মোটা মাইনে, অনেক শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
পুলিশ জানিয়েছে, বুধবার মহিলার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, পিঁপড়ের ভয়েই ওই মহিলা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন। ঘটনার পরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা’কে হারিয়ে কান্নায় ভেঙে পরেছে অবুঝ শিশু।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 7:13 PM IST

