Manipur Violence: মানবিক মুখ ভারতীয় রেলের, বিধ্বস্ত মণিপুরে পৌঁছে দিছে খাবার ও অত্যাবশকীয় পণ্য

Last Updated:

Manipur Violence: ওয়াগন প্রি-বুকিং শুরু। একটি ট্রাফিক ইন্সপেক্টর নিয়োজিত

মণিপুরে খাদ্য সামগ্রী পাঠানোর কাজ শুরু করল ভারতীয় রেল
মণিপুরে খাদ্য সামগ্রী পাঠানোর কাজ শুরু করল ভারতীয় রেল
নয়াদিল্লি: মণিপুরে বিরাজমান আইন- শৃঙ্খলাজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অত্যাবশ্যকীয় সামগ্রীর পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের সহযোগিতায় মণিপুরের খংসাং স্টেশনে এসেন্সিয়াল গুডস অর্থাৎ অত্যাবশকীয় পণ্য ও অন্যান্য খাদ্য দ্রব্য বহনকারী একটি মালবাহী ট্রেন চালানো হয়েছে।
এই জটিল পরিস্থিতিতে মণিপুরকে অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করার যে প্রতিশ্রুতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দিয়েছিল তা পূরণ করা হয়েছে।
advertisement
অত্যাবশ্যকীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী মালবাহী ট্রেনটিতে ১১টি ওয়াগন ছিল৷মণিপুরের জনগণের জন্য ধুপগুড়ি থেকে ২ ওয়াগন আলু, আজারা থেকে ৩ ওয়াগন চিনি, নিউ গুয়াহাটি থেকে ওয়াগন এফএমসিজি সামগ্রী লোড করা হয়৷লোড করা এই সামগ্রীগুলিমণিপুরের খংসাঙে প্রেরণ করা হয়। জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের অংশ হিসেবে ২০২২ সালে এই স্টেশনটি চালু করা হয়েছিল।
advertisement
জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের অংশ হিসেবে ২০২২ সালে এই স্টেশনটি চালু করা হয়েছিল জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের অংশ হিসেবে ২০২২ সালে এই স্টেশনটি চালু করা হয়েছিল
মণিপুর সরকারের অনুরোধে বিশেষ বিবেচনা হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ওয়াগনের রি-বুকিং ব্যবস্থার অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
সামগ্রী বোঝাই এই মালবাহী ট্রেনটি খংসাং স্টেশনে মণিপুরের মাননীয়মুখ্যমন্ত্রী শ্রী এন. বিরেন সিং, মাননীয় মন্ত্রী (পিডব্লউডি ও ওয়াইএএস) শ্রীগোবিন্দাস কনথৌজাম, মাননীয় মন্ত্রী (জল সম্পদ ও ত্রাণ ও ডিএম) শ্রীআওয়াংবৌ নিউমাই, মাননীয় মন্ত্রী (পরিবহণ ও ভিইটি. ও এএইচ) শ্রী খাসিমবাসুম এবং রাজ্য সরকারের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের দ্বারা গ্রহণ করা হয়।
রেলওয়ের মাধ্যমে সামগ্রী বুক করার জন্য মণিপুর ভিত্তিক ব্যবসায়ীদেরসাহায্যের হাত এগিয়ে দেওয়ার জন্য  একজন মার্কেটিং ইন্সপেক্টরকে ইম্ফলে বিশেষভাবে নিয়োজিত করা হয়েছে।
advertisement
ব্যবসায়ীদের যে কোনও জিজ্ঞাসার জন্যওই মার্কেটিং ইন্সপেক্টর দিন-রাত, ২৪ ঘণ্টা  উপলব্ধ রয়েছেন৷ যাঁর সঙ্গে ৬০০০৩৮৮৩৪৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা গৃহীত পদক্ষেপগুলি এখনকারপরিস্থিতির পরিপ্রেক্ষিতে মণিপুরের জনসাধারণের জন্য বৃহৎ সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই জটিল পরিস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েমণিপুরকে সম্ভাব্য সমস্ত ধরণের সহযোগিতা করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Violence: মানবিক মুখ ভারতীয় রেলের, বিধ্বস্ত মণিপুরে পৌঁছে দিছে খাবার ও অত্যাবশকীয় পণ্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement