Manipur Landslide: এখনও পর্যন্ত মৃত ৩৪, নিখোঁজ ২৮, উদ্ধারকাজ চলছে মণিপুরের অভিশপ্ত টুপুল ইয়ার্ড-এ

Last Updated:

শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মণিপুর। মণিপুরের ননে জেলায় বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে

#মণিপুর: শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মণিপুর। মণিপুরের ননে জেলায় বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী। উদ্ধারকাজে গতী আনতে আজ, ২ জুলাই সকালে ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল।
এখনও পর্যন্ত ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। উদ্ধারকাজে ব্যবহার হচ্ছে ওয়াল র‍্যাডার, ঘটনাস্থলে রয়েছে পুলিশের কুকুরও। এখনও পর্যন্ত ১৩ জন টেরিটোরিয়াল আর্মি ও ৬ স্থানীয় বাসিন্দাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
advertisement
দুটি IAF বিমান ও একটি ভারতীয় সেনার হেলিকপ্টারে টেরিটোরিয়াল আর্মির ১৪জন শহিদ জওয়ানের মৃতদেহ ইতিমধ্যেই বাড়ি পাঠানো হয়েছে, সেখানে সামরিক ঐতিহ্য মেনে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে।
advertisement
মণিপুরের কাঙ্গপোক্তি জেলার বাসিন্দা এক শহিদ জওয়ানের দেহ বাড়ি পোঁছায় গাড়িতে। তার আগে ইমফলে মৃত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এখনও পর্যন্ত ১২ টেরিটোরিয়াল আর্মির জওয়ান এবং ১৬ জন সিভিলিয়ান  নিখোঁজ, চলছে তল্লাশি।
advertisement
উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর ভাষায়, রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’। তিনি বলেন, ‘‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। ৩৪ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১২ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।’’
advertisement
Arnab Hazra
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Landslide: এখনও পর্যন্ত মৃত ৩৪, নিখোঁজ ২৮, উদ্ধারকাজ চলছে মণিপুরের অভিশপ্ত টুপুল ইয়ার্ড-এ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement