Manipur Exit Poll Results: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ৬০ আসনের বিধানসভার দখল রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Manipur Exit Poll Results: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ৬০ আসনের বিধানসভার দখল রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি।
#ইম্ফল: উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হল সোমবার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুর সহ পাঁচটি রাজ্যের বুথ ফেরত সমীক্ষা কী ইঙ্গিত দিচ্ছে? মণিপুরে (Manipur Exit Poll Results) শেষ হাসি কে হাসবে তার আভাস দিতে চলেছে সমীক্ষা।
সমীক্ষার ফলাফলের আগে একবার দেখে নেওয়া যাক মণিপুরের রাজনীতি। ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে ২৮ টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসে কংগ্রেস। কিন্তু তারপরও সেখানে সরকার গড়তে পারেনি তারা। হাত মিলিয়েছিল বিজেপি, এনপিপি, এনপিএফ। দাপট ছিল গেরুয়া শিবিরেরই।
advertisement
advertisement
কিন্তু তারপর চাকা ঘুরেছে অনেক।
অতীতে বিজেপি-র জোটসঙ্গী ছিল যেই এনপিপি সেই কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে বিজেপি-র বিরুদ্ধেই লড়ছে। গত বিধানসভা নির্বাচনেও ভোটের আগে কোনও জোটে যায়নি এনপিপি৷ ভোটের ফল বেরনোর পরই পরিস্থিতি অনুযায়ী বিজেপি-র সঙ্গে জোট গড়েছিলেন তারা৷ এবারেও ১০ মার্চ ফল ঘোষণার পরই যে এনপিপি ভবিষ্যৎ রণকৌশল ঠিক করবে, তা স্পষ্ট করে দিয়েছেন এনপিপি প্রধান৷
advertisement
মণিপুরের ৩৯টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এনপিপি৷ কনরাড সাংমার দলকে কালো ঘোড়া বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রীরও দাবি, প্রচারে তারা যে ধরনের সাড়া পাচ্ছেন, তাতে এবার মণিপুরে এনপিপি-ই একক বৃহত্তম দল হিসেবে উঠে আসবে৷ তবে পরিস্থিতি অনুযায়ী যে তিনি ফের বিজেপি-র সঙ্গে মণিপুরেও হাত মেলাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
advertisement
এবার দেখা যাক সমীক্ষা (Manipur Exit Poll Results) কী বলছে...
ABP -C Voter- মণিপুরের ৬০ আসনের মধ্যে ২৩ থেকে ২৭টি আসন পাবে বিজেপি। ১২ থেকে ১৬টি আসন পাচ্ছে কংগ্রেস। এনপিপি ১০ থেকে ১৪। এনপিএফ ৫ থেকে ৮ টি আসন।
Times Now-Veto- টাইমস নাও ভেটোর সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৩২টি আসন। কংগ্রেস ১৫টি আসন এনপিপি ৬, এনপিএফ ৪, অন্যান্যরা পাবে তিনটি আসন।
advertisement
India News-Jan Ki Baat--ইন্ডিয়া নিউজ-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পাচ্ছে ২৩-২৮টি আসন, কংগ্রেস ১০ থেকে ১৪, এনপিপি ৭-৮, অন্য়ান্য়রা ১২-১৮
Republic-P Mark: বিজেপি পাচ্ছে ২৭ থেকে ৩১ টি আসন, কংগ্রেস পাচ্ছে ১১-১৭টি আসন, এনপিপি ৬-১০, এনপিএফ ২-৬
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ৬০ আসনের বিধানসভার দখল রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রিপাবলিক টিভি ও পি-মার্কের সমীক্ষাতেও দেখানো হচ্ছে, মণিপুরে সরকার ধরে রাখতে চলেছে বিজেপি। তবে ইন্ডিয়া নিউজও তাই। তাই উত্তরপ্রদেশের মতো উত্তর-পূর্বের এই রাজ্য়েও রয়েছে গেরুয়া ঝড়ের ইঙ্গিত।
advertisement
সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 9:05 PM IST