Manipur CM Convoy: মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা! গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার, তুমুল চাঞ্চল্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Manipur CM Convoy: এই অতর্কিত হামলায় একজন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে খবর।
ইম্ফল: ভোট মিটতেই মণিপুরে ভয়ঙ্কর কাণ্ড! সন্দেহভাজন কুকি জঙ্গিরা সোমবার সকালে জাতীয় সড়ক ৩৭-এ, ইম্ফল-জিরিবাম সড়কের পাশে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ।
এই অতর্কিত হামলায় একজন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্র জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামে। সকাল ১০.৪০ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।
advertisement
যে এলাকায় এই হামলা চলেছে, তা কাংপোকপি জেলার নিউ কেইথেলমানবি থানার আওতাধীন। ওই হামলায় যে পুলিশ আধিকারিক আহত হয়েছেন, তাঁর নাম মোইরাংথেম আজেশ (৩২), তিনি বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা। তার ডান কাঁধের পিছনে গুলি লেগেছে বলে খবর। তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
সূত্রের খবর, দিল্লি থেকে ইম্ফলে ফিরে মুখ্যমন্ত্রী জিরিবাম জেলা পরিদর্শনে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বিগত কিছুদিন যাবৎ জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। তা পরিদর্শনেই সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2024 1:44 PM IST