সংখ্যালঘু বিষয়ক মন্তব্যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মানেকার, 'আমার বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে'
Last Updated:
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সুলতানপুরে সংখ্যালঘু ভোটারদের নিয়ে মন্তব্য করে বিতর্কের সম্মুখীন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী মানেকা গান্ধি । প্রচারসভায় তিনি জানিয়েছিলেন সুলতানপুরে তাঁর জয়লাভ নিশ্চিত কিন্তু মুসলমান ভোটারদের সমর্থন পেয়েই জিততে চান কিন্তু তাঁদের সমর্থন না পেলে পরিবর্তে তাঁদেরও কাজ দেওয়া হবে না, এই মন্তব্যের জেরেই বিতর্কের মুখে পড়েছেন মানেকা ।
#WATCH Union Minister Maneka Gandhi reacts on her remark during her speech before a gathering of Muslims in Sultanpur y'day. She says, "I had called a meeting of our minority cell...If you read my complete speech, channel is running that one sentence out of context & incomplete. pic.twitter.com/OaZ3h8VqTt
— ANI UP (@ANINewsUP) April 12, 2019
advertisement
advertisement
এই বিতর্কের মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মানেকা। তিনি জানিয়েছেন সংখ্যালঘু সেলের এক বিশেষ বৈঠক ডেকেছিলেন তিনি ও তাঁর সম্পূর্ণ বক্তব্য না শুনেই কেবলমাত্র একটি বিশেষ অংশ নিয়ে বিতর্ক শুরু করা হয়েছে যা পুরোপুরি অপ্রাসঙ্গিক । 'আমি বলেছিলাম আমার দল আগেও জয়লাভ করেছে, আপনারা এর অংশ হলেও আপনাদেরও সুবিধা হবে, মন্তব্য করেছেন মানেকা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2019 8:59 PM IST