স্কুলে আবশ্যিক নয় হিন্দি, তামিল-রোষে পিছোল কেন্দ্র

Last Updated:
#নয়াদিল্লি: প্রাথমিক স্তরে হিন্দি ভাষা বাধ্যতামূলক নয় ৷ তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্য গুলির তীব্র বিরোধিতার মুখে ‘মাথা নোয়াতে’ বাধ্য হল কেন্দ্র ৷ সোমবার ড্রাফ্ট এডুকেশন পলিসির পরিবর্তনের পর কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক নয় ৷
ঘটনার সূত্রপাত গত শুক্রবার ৷ একটি বিবৃতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল, স্কুলে আবশ্যিক তিনটি ভাষার মধ্যে হিন্দি রাখার বিষয়টি নিয়ে কমিটি একটি খসড়া প্রস্তাব দিয়েছে ৷ সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই ওই খসড়া প্রস্তাব৷ কেন্দ্র এ বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেয়নি৷ রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
advertisement
কেন্দ্রের এই ঘোষণার পরই গর্জে ওঠেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তামিলনাড়ুতে যদি হিন্দি ভাষা চাপায় কেন্দ্র, তা হলে যুদ্ধ শুরু হবে ৷ কারণ, তামিলদের রক্তে হিন্দির কোনও স্থান নেই ৷ এই ইস্যুটি সংসদেও তোলা হবে জানিয়েছিলেন ডিএমকে নেতা ৷
advertisement
শুধু দক্ষিণের রাজ্যগুলিতেই নয় ৷ ‘ত্রিভাষা ফর্মুলা’-র বিরোধিতায় সরব হয় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং কন্নরও ৷ গোটা ঘটনাটির জেরে চাপের মুখে ফের ড্রাফ্ট এডুকেশন পলিসি পরিবর্তনের আশ্বাস দিয়ে ট্যুইট করেন প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ অবশেষে, সোমবার সকালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে নতুন ড্রাফ্ট এডুকেশন পলিশি আপলোড করা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলে আবশ্যিক নয় হিন্দি, তামিল-রোষে পিছোল কেন্দ্র
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement