কী কপাল! ঋণজর্জর মাছ ব্যবসায়ীকে ব্যাঙ্কের নোটিস পাঠানোর ৩ ঘণ্টার মধ্যে ৭০ লক্ষের লটারি জয়

Last Updated:

৪০ বছরের ওই মাছ ব্যবসায়ী সত্যিই ভাবতে পারছেন না এমন কিছুও ঘটতে পারে।

৭০ লক্ষের লটারি জয় ব্যবসায়ীর
৭০ লক্ষের লটারি জয় ব্যবসায়ীর
#কোল্লাম: এমন ঘটনা কারও জীবনে ঘটেছে বলে খুব একটা জানেন না কেউই। এক কথায় বলা যায়, কী কপাল! ব্যাঙ্ক থেকে ঋণ শোধ করার নোটিস পাওয়ার পরই লটারির টিকিটে ৭০ লক্ষ টাকা পুরস্কার জিতলেন এক মাছ ব্যবসায়ী। তাঁর জীবনেও এমন ঘটনাবহুল দিন এর আগে আসেনি সম্ভবত। ৪০ বছরের ওই মাছ ব্যবসায়ী সত্যিই ভাবতে পারছেন না এমন কিছুও ঘটতে পারে।
কেরলের কোল্লাম এলাকার মিনাগাপল্লির বাসিন্দা ওই ব্যক্তির নাম পুকুঞ্জু। অক্ষয় লটারিতে তিনি প্রথম পুরস্কার জিতেছেন ৭০ লক্ষ টাকা। স্কুটারে ঘুরে ঘুরে উত্তর মিনাগাপল্লিতে মাছ বিক্রি করেন তিনি। তবে গত কয়েক বছরে আর্থিক ভাবে ভীষণই কষ্টের মধ্যে ছিলেন তিনি। বাড়ি তৈরির জন্যও টাকা ছিল না তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুন: বীরভূমের জাতীয় সড়কে হঠাৎ পুলিশি অভিযান! যা উদ্ধার হল জানলে আকাশ থেকে পড়বেন
পরিস্থিতির চাপে পড়ে কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ টাকা ঋণ নিয়েনিলেন পুকুঞ্জু। বুধবার ব্যাঙ্কের সেই ঋণ শোধ করার জন্য দুপুর ১২ টায় নোটিস যায় তাঁর কাছে। ঋণ বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ১২ লক্ষ টাকা। বাড়ি বন্ধক দিয়েই সেই ঋণ শোধ করবেন ভেবেছিলেন পুকুঞ্জু। কিন্তু তারপরেই ঘটে যায় অদ্ভুত এই ঘটনা। দুপুর ৩টেয় ভাগ্য একেবারে ১৮০ ডিগ্রি বদল।
advertisement
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে এ কী অবস্থায়! করবা চৌথে স্বামীকে বেদম মার স্ত্রীর, দেখুন ভিডিও
রোজই পুকুঞ্জুর বাবা ইউসুফ কুঞ্জু লটারি কেনেন। কিন্তু পুকুঞ্জুর সেই অভ্যেস নেই। কিন্তু কয়েকদিন আগেই পলামুত্তিল মার্কেট থেকে একটি লটারি কিনেছিলেন পুকুঞ্জু। সেই টিকিটেই ৭০ লক্ষ টাকার প্রথম পুরস্কার পান পুকুঞ্জু। তাঁর বাড়িতে স্ত্রী মুমতাজ ও দুই সন্তান মুনির ও মহসিনা রয়েছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
কী কপাল! ঋণজর্জর মাছ ব্যবসায়ীকে ব্যাঙ্কের নোটিস পাঠানোর ৩ ঘণ্টার মধ্যে ৭০ লক্ষের লটারি জয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement