পুলিশ অফিসার সেজে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, যৌন হেনস্থা! গ্রেফতার অভিযুক্ত
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এক মহিলা থানায় ফোন করে জানান, তাঁর যৌন হেনস্থা হয়েছে এবং এক হোটেলে সেই কাজটি করেছে এক পুলিশ অফিসার ।
#নয়াদিল্লি: পুলিশ অফিসার সেজে মারাত্মক প্রতারণা । শেষ পর্যন্ত নিজেই ধরা পড়ল পুলিশের ফাঁদে । ঘটনাস্থল নয়াদিল্লি । গত মঙ্গলবার সেখান থেকেই গ্রেফতার হয় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক । জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সন্দীপ কুমার । বয়স ২৮ বছর ।
সেন্ট্রাল দিল্লির ডিসিপি সঞ্জয় ভাটিয়ে জানান, সেপ্টেম্বরের ৬ তারিখ পাহাড়গঞ্জ পুলিশ স্টেশনে একটি ফোন আসে । এক মহিলা ফোনের ওপার থেকে জানান, তাঁর যৌন হেনস্থা হয়েছে এবং পাহাড়গঞ্জেরই এক হোটেলে সেই কাজটি করেছে এক পুলিশ অফিসার । এই অভিযোগ পেয়েই গা ঝাড়া দিয়ে বসে দিল্লি পুলিশ । ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় তাঁর অভিযোগ নথিভুক্ত করা হয় ।
advertisement
কিন্তু তদন্তে নেমে পুলিশ দেখতে পায় হোটেল বুকিংয়ের সময় দেওয়া ওই অভিযুক্তের যাবতীয় পরিচয় ভুয়ো । তার ঠিকানা, ফোন নম্বর সবটাই জাল । এমনকি ওই ব্যক্তির একাধিক নম্বরেরও খোঁজ পায় পুলিশ । সেই নম্বর ট্রেস করে দেখা যায় সমানে এলাকা বদল করছে সন্দীপ ।
advertisement
ওই হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ । অন্যান্য এলাকা থেকেও প্রায় শ’খানেক সিসিটিভি ফুটেজ নিয়ে টেকনিক্যাল বিশেষজ্ঞদের দিয়ে তা খতিয়ে দেখা হয় । শেষ পর্যন্ত ওই একই ফুটেজ দেখা যায় এনসিআর-দিল্লি বারে । সেখানকার কর্মীদের সহযোগিতায় শেষ পর্যন্ত অভিযুক্তকে হাতে নাতে ধরা হয় । জেরার মুখে সন্দীপ তার অপরাধের কথা কবুল করেছে । সে জানিয়েছে, তার আসল বাড়ি উত্তরপ্রদেশের মেরঠে । দু’বার বিয়েও করেছে সে । একট ি পুত্র সন্তান রয়েছে তার ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2020 2:31 PM IST