Pahalgam Reel: পহেলগাঁও কাণ্ড নিয়ে রিল দেখছিলেন যুবক, আপত্তি দুই সহযাত্রীর! ট্রেনের মধ্যেই তুলকালাম

Last Updated:

অভিযুক্ত দুই যুবকই অবশ্য পলাতক৷ ঘটনার ভিডিও রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ইন্দৌর: ট্রেনের ভিতরে বসে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে রিলস দেখছিলেন এক যুবক৷ আর তা নিয়েই তুলকালাম কাণ্ড ঘটে গেল চলন্ত ট্রেনের মধ্যে৷ পহেলগাঁও নিয়ে রিলস দেখার জন্য দুই সহযাত্রী তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে বলেও জিআরপি-তে অভিযোগ জানিয়েছেন ওই যুবক৷
গত ২৭ এপ্রিল এই ঘটনা ঘটেছে ভোপাল থেকে ইন্দৌরগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের জেনারেল কামরায় এই ঘটনা ঘটে৷ আক্রান্ত যুবকের অভিযোগ, তিনি ওই রিলস দেখা শুরু করতেই তাঁর উপরে চড়াও হয় দুই সহযাত্রী৷ রিলস দেখতে দেখতে ওই যুবক তাঁদের দিকে আপত্তিজনক ভাবে তাকিয়েছেন, এই অভিযোগ তুলেই তাঁকে হেনস্থা করতে শুরু করে দুই অভিযুক্ত যুবক৷ ইন্দৌর স্টেশনের জিআরপি থানায় দায়ের করা অভিযোগে আক্রান্ত ২৩ বছর বয়সি যুবক দাবি করেছে, মারধর করে তাঁকে চলন্ত ট্রেন ছেতে ফেলে দেওয়ার চেষ্টাও হয়৷
advertisement
advertisement
অভিযুক্ত দুই যুবকই অবশ্য পলাতক৷ ঘটনার ভিডিও রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস-এর তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ আক্রান্ত যুবকের মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে৷
advertisement
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়৷ তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন৷ হামলার সময়ের বেশ কিছু ভিডিও ক্লিপও এখন সমাজমাধ্যমে রিলস আকারে ছড়িয়ে পড়েছে৷ যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Reel: পহেলগাঁও কাণ্ড নিয়ে রিল দেখছিলেন যুবক, আপত্তি দুই সহযাত্রীর! ট্রেনের মধ্যেই তুলকালাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement