মালপত্র অন্যত্র পাঠানোর পর বিমানসংস্থার তরফে যাত্রীকে কী বলা হল দেখুন !
Last Updated:
যাত্রীর এই মজা করে করা ট্যুইট বুঝে উঠতেই পারেনি এয়ারলাইন্স সংস্থা
#কলকাতা: এয়ারলাইন্সের খারাপ পরিষেবার জন্য সোশ্যাল মিডিয়াকে অনেক বিমানযাত্রীই এর আগে হাতিয়ার করেছেন ৷ ফ্লাইট অস্বাভাবিক দেরিতে ওড়া, খাবারের মান খারাপ ইত্যাদি অনেক কিছুই এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খুব তাড়াতাড়ি জানা সম্ভব হয় ৷ এমনই একটি হাস্যকর ঘটনা এবার ধরা পড়ল ট্যুইটারে একটি পোস্টে ৷ যাত্রী যা ট্যুইট করলেন তা ওই বিমান সংস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক ৷
ঠিক কী ঘটেছিল সেদিন ? কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন যাত্রী রোশন আগরওয়াল ৷ নেমে দেখেন তাঁর মালপত্র চলে গিয়েছে হায়দরাবাদে ৷ এমন হয়রানির জন্য বিমান সংস্থা ইন্ডিগোর উদ্দেশ্যে ওই যাত্রী ট্যুইট করেন ‘‘ দারুণ সার্ভিস ৷ আমার মালপত্র হায়দরাবাদে পাঠিয়ে আমায় একই সময় কলকাতায় পাঠানোর জন্য ধন্যবাদ ৷ ’’ কিন্তু যাত্রীর এই মজা করে করা ট্যুইট বুঝে উঠতেই পারেনি এয়ারলাইন্স সংস্থা ৷ ইন্ডিগোর থেকে যাত্রীকে ট্যুইটের জবাবে বলা হয় ‘‘খুব ভাল লাগল শুনে’’ ৷ এই ট্যুইটের জবাবে ওই যাত্রী সরাসরি লিখতে তাই বাধ্য হন, ‘‘ এত বোকা কী করে কেউ হতে পারে ! ’’
advertisement
@IndiGo6E Thank you for sending my baggage to Hyd and flying me to Calcutta at the same time. Brilliant service. #DieIndigo
— Roshan Agarwal (@roshansxc) April 30, 2017
advertisement
@IndiGo6E How dumb can you be? pic.twitter.com/2cOmxVz1wl — Roshan Agarwal (@roshansxc) April 30, 2017
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2017 6:25 PM IST