Ice Cream: ‘বাদাম ভেবে কামড় দিতেই...’ অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল! পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Human Finger In Ice Cream: আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷
মুম্বই: অনলাইনে আইসক্রিমে অর্ডার করেছিলেন ডা: অরলেম ব্রেন্ডন সেরাও৷ ত্রিভুজাকৃতি কোন আইসক্রিমের মধ্যে ‘টপিংয়ের’ মতো তিনি পেলেন মানুষের কাটা আঙুল! শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইতে৷ ইতিমধ্যেই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডা: অরলেম ব্রেন্ডন সেরাও৷
মুম্বইয়ের মালাডের বাসিন্দা ব্রেন্ডন সেরাও পেশায় চিকিৎসক৷ বুধবার অনলাইনে অন্যান্য জিনিসপত্র অর্ডার করার সঙ্গেই তিনি তাঁর বোনকে বলেন একটি আইসক্রিমও অর্ডার দিয়ে দিতে৷ আইসক্রিম খাওয়ার ইচ্ছের যে এমন অদ্ভুত পরিণতি হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি৷
advertisement
advertisement
আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি৷
আইসক্রিমের ছবি-সহ পুরো অভিজ্ঞতাই অনলাইনে শেয়ার করেছেন ওই ব্যক্তি৷ তাঁর কথায়, ‘‘অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম আমি৷ এদের মধ্যে একটি ছিল বাটারস্কচ৷ প্রায় অর্ধেক খাওয়ার পর আমার মুখে শক্ত কিছু ঠেকে৷ প্রথমে ভেবেছিলাম বোধহয় বাদাম জাতীয় কিছু বা চকোলেট৷ মুখ থেকে বের করেই দেখি ওটা আসলে কী৷’’
advertisement
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে বর্ষা! বৃষ্টির সময় ভুলেও খাবেন না এইসব খাবার, সুস্থ থাকার চাবিকাঠি জেনে নিন
পেশায় চিকিৎসক ওই ব্যক্তি জানিয়েছেন আইসক্রিমে পাওয়া কাটা আঙুলে নখও ছিল স্পষ্ট৷ আঙুলটি সম্ভবত বুড়ো আঙুল বলেই মনে হয়েছে তাঁর৷ ঘটনায় আতঙ্কিত ওই যুবক তৎক্ষনাৎ আইসক্রি সমেত ছুটে যান থানায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 5:07 PM IST