Ice Cream: ‘বাদাম ভেবে কামড় দিতেই...’ অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল! পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন

Last Updated:

Human Finger In Ice Cream: আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷

‘বাদাম ভেবে কামড় দিতেই...’ অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল! পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
‘বাদাম ভেবে কামড় দিতেই...’ অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল! পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
মুম্বই: অনলাইনে আইসক্রিমে অর্ডার করেছিলেন ডা: অরলেম ব্রেন্ডন সেরাও৷ ত্রিভুজাকৃতি কোন আইসক্রিমের মধ‍্যে ‘টপিংয়ের’ মতো তিনি পেলেন মানুষের কাটা আঙুল! শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইতে৷ ইতিমধ্যেই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডা: অরলেম ব্রেন্ডন সেরাও৷
মুম্বইয়ের মালাডের বাসিন্দা ব্রেন্ডন সেরাও পেশায় চিকিৎসক৷ বুধবার অনলাইনে অন্যান্য জিনিসপত্র অর্ডার করার সঙ্গেই তিনি তাঁর বোনকে বলেন একটি আইসক্রিমও অর্ডার দিয়ে দিতে৷ আইসক্রিম খাওয়ার ইচ্ছের যে এমন অদ্ভুত পরিণতি হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি৷
advertisement
advertisement
আইসক্রিম মুখে দিয়ে একটি কামড় দিতে গিয়ে তাঁর প্রথমে মনে হয়ে বোধহয় বাদাম জাতীয় কিছুতে কামড় দিয়ে ফেলেছেন৷ পরে বুঝতে পারেন বাদাম নয়৷ তিনি দেখেন তিনি কামড় দিয়ে মানুষের কাটা আঙুলে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি৷
আইসক্রিমের ছবি-সহ পুরো অভিজ্ঞতাই অনলাইনে শেয়ার করেছেন ওই ব্যক্তি৷ তাঁর কথায়, ‘‘অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম আমি৷ এদের মধ্যে একটি ছিল বাটারস্কচ৷ প্রায় অর্ধেক খাওয়ার পর আমার মুখে শক্ত কিছু ঠেকে৷ প্রথমে ভেবেছিলাম বোধহয় বাদাম জাতীয় কিছু বা চকোলেট৷ মুখ থেকে বের করেই দেখি ওটা আসলে কী৷’’
advertisement
পেশায় চিকিৎসক ওই ব্যক্তি জানিয়েছেন আইসক্রিমে পাওয়া কাটা আঙুলে নখও ছিল স্পষ্ট৷ আঙুলটি সম্ভবত বুড়ো আঙুল বলেই মনে হয়েছে তাঁর৷ ঘটনায় আতঙ্কিত ওই যুবক তৎক্ষনাৎ আইসক্রি সমেত ছুটে যান থানায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ice Cream: ‘বাদাম ভেবে কামড় দিতেই...’ অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল! পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement