শোধ তুলল মানুষ! মানুষখেকো বাঘিনীকে হত্যা করল সরকার

Last Updated:

গত দু মাস ধরে T1-কে খুঁজছিল বনদফতরের শিকারিরা৷ পূর্ব মহারাষ্ট্রের পন্ধরকাওড়া জঙ্গলে নাকি ওই বাঘিনী ১৪ জন মানুষকে খেয়েছিল৷ মহারাষ্ট্র বন দফতর ওই বাঘিনীকে শেষ করতে শুট অ্যাট সাইট ইস্যু করেছিল৷

#নাগপুর: ১৪ জন পেটে গিয়েছে ওই বাঘিনীর৷ অবশেষে 'শোধ' তুলল মানুষ৷ মহারাষ্ট্রের পন্ধরকাওড়া জঙ্গলের বাঘিনী অবনীকে ইয়াভতমলে গুলি করে মারল মহারাষ্ট্রের বনদপ্তর৷ ৫ বছর বয়সি ওই বাঘিনী T1 নামেও পরিচিত ছিল৷
গত দু মাস ধরে T1-কে খুঁজছিল বনদফতরের শিকারিরা৷ পূর্ব মহারাষ্ট্রের পন্ধরকাওড়া জঙ্গলে নাকি ওই বাঘিনী ১৪ জন মানুষকে খেয়েছিল৷ মহারাষ্ট্র বন দফতর ওই বাঘিনীকে শেষ করতে শুট অ্যাট সাইট ইস্যু করেছিল৷ অর্থাত্‍‌‌, যেখানেই দেখো, গুলি করো৷
মহারাষ্ট্র সরকারের এই নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন পশুপ্রেমীরা৷ গত ১৬ অক্টোবর বম্বে হাইকোর্ট এ বিষয়ে মহারাষ্ট্র সরকারের অবস্থান জানতে চায়৷ কিন্ত‌ু শুক্রবার রাতে অবনীকে গুলি করে হত্যাই করল সরকার৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
শোধ তুলল মানুষ! মানুষখেকো বাঘিনীকে হত্যা করল সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement