Home /News /national /
বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মৃত্যু হল কসবার যুবকের

বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মৃত্যু হল কসবার যুবকের

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: বেহালার পুনরাবৃত্তি কসবায়। কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত্যু হল বিয়াল্লিশ বছরের দীপকুমার কোলের। পরিবারের দাবি, কোনওদিন বাজি ফাটাননি দীপ। বরং অন্যদের বাজি না ফাটাতে বলতেন।

  কসবার খগেন্দ্রনাথ সেন রোড। এই বাড়িতেই থাকতেন বছর বিয়াল্লিশের দীপকুমার কোলে। রবিবার সন্ধ্যায় পাড়ার কালীপুজোতে যান তিনি। সেখানে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয়।

  এই এলাকাতেই ছোট একটা দোকান ছিল দীপের। পরিবারের দাবি ছোট থেকেই শান্ত প্রকৃতির দীপকুমার। বাজি থেকে অনেক দূরেই থাকতে ভালবাসতেন। বরং অন্যদের শব্দবাজি না ফাটাতে বলতেন।

  First published:

  Tags: Crackers, Death