বিমানে মহিলা যাত্রীর পাশে বসে পর্ন দেখার অভিযোগে আটক ব্যবসায়ী
Last Updated:
#চেন্নাই: বিমানে মহিলা যাত্রীর পাশে বসে পর্ন দেখার অভিযোগে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী ৷ রবিবার মুম্বই থেকে চেন্নাইঘামী বিমানে ঘটনাটি ঘটেছে ৷ মুম্বই থেকে রাত ১০:৫৫ মুম্বই থেকে চেন্নাইয়ে উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি ৷
জানা গিয়েছে, মাদিপক্কম থেকে সন্তানের সঙ্গে যাত্রা করছিলেন মহিলা ৷ তিনি অভিযোগ জানান যে পাশে বসে ওই ব্যক্তি এমনভাবে পর্ন দেখছিলেন যাতে পাশে বসে তিনিও দেখতে পান ৷ ফোনটি তার দিকেই ঘুরিয়ে রাখা ছিল ৷
বিমানসেবিকাকে এই বিষয়ে অভিযোগ জানালে তারা ওই ব্যক্তিকে সিট বদলাতে বললে তিনি তা অস্বীকার করেন ৷ এরপর ফ্লাইট ক্যাপ্টেন এসে বিষয়টি মেটানোর চেষ্টা করেন ৷ এরপর মহিলাকে অন্য সিটে বসার ব্যবস্থা করে দেওয়া হয় ৷
advertisement
advertisement
ক্যাপ্টেন বিষয়টি চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে জানায় ৷ এরপর বিমান চেন্নাই বিমানবন্দরে পৌঁছতেই CISF আধিকারিকরা ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
মহিলা কোনও লিখিত অভিযোগ না জানানোয় ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷
Location :
First Published :
March 25, 2019 1:27 PM IST