ফেসবুকে ভয়েস মেসেজ পোস্ট করে আত্মঘাতী প্রেমিক !
Last Updated:
লিভ-ইন পার্টনারের সঙ্গে বচসা করে ১৬ তলা বাড়ির ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ফরিদাবাদের কলসেন্টারের কর্মী অমন নাগপাল ৷ তবে মৃত্যুর আগে, সঙ্গীর সঙ্গে হওয়া বচসার ভয়েস রেকর্ডিং শেয়ার করলেন ফেসবুকে ৷
#ফরিদাবাদ: লিভ-ইন পার্টনারের সঙ্গে বচসা করে ১৬ তলা বাড়ির ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ফরিদাবাদের কলসেন্টারের কর্মী অমন নাগপাল ৷ তবে মৃত্যুর আগে, সঙ্গীর সঙ্গে হওয়া বচসার ভয়েস রেকর্ডিং শেয়ার করলেন ফেসবুকে ৷
পুলিশে সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ব্যক্তিগত বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়েছিল অমন নাগপাল ও তাঁর সঙ্গীর মধ্যে ৷ সেই ঝামেলা নিয়েই যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন অমন ৷ বুধবার সেই অশান্তির জেরেই আত্মহত্যা করেন অমন ৷ পুলিশ জানিয়েছে, ফেসবুকে আপলোড করা ভয়েস রেকর্ডিংয়ে বচসার কারণ স্পষ্ট করে জানিয়েছেন অমন ৷ তারই ভিত্তিতে অমনের বান্ধবীর মা, বাবার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে এফআইআর করা হয়েছে অমনের পরিবারে পক্ষ থেকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2016 8:19 PM IST