নোট বাতিলের বিরোধীতায় মিছিল করে রাষ্ট্রপতি ভবনে গেলেন মমতা

Last Updated:

নোট ইস্যুতে বিক্ষোভে তৃণমূল ৷ সংসদ ভবনের বাইরে গায়ে কালো চাদর জড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল সাংসদরা ৷

#নয়াদিল্লি: বিরোধী ঐক্যের নেতৃত্ব দিতে মঙ্গলবারই দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে পা দিয়েই মোদি প্রশাসনের বিরুদ্ধে আরও একদফা তোপ দাগেন তিনি। নোট ইস্যুতে বিক্ষোভে তৃণমূল ৷ সংসদ ভবনের বাইরে গায়ে কালো চাদর জড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল সাংসদরা ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তাদের ৷ রাষ্ট্রপতিভবনের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয় ৷
নোট ইস্যুতে বুধবার  রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা মমতার ৷ তৃণমূল সুপ্রিমোপ সঙ্গে রয়েছে শিবসেনা ৷ মমতার সঙ্গী ন্যাশনাল কনফারেন্সও ৷ মিছিল করে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মমতা ৷ গান্ধিমূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল ৷ দলের সাংসদদের নিয়ে যান মমতা ৷ শিবসেনার তরফে রয়েছেন উদ্ধব ঠাকরে ৷ রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা ৷ মমতার সঙ্গে যাচ্ছেন না কেজরিওয়াল ৷ শিবসেনা সঙ্গে থাকায় আপত্তি আপের ৷ মমতার সঙ্গে যাচ্ছে না সিপিএম-কংগ্রেস ৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করলেন তৃণমূল সাংসদরা। হেভিওয়েট নেতারা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ
advertisement
দেখাতে শুরু করেন এদিন ৷
advertisement
ধবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার চব্বিশ ঘণ্টা আগেই নোট বাতিল ইস্যুতে ভাঙন ধরল এনডিএ শিবিরে। বিজেপির হাত ছেড়ে বিরোধী জোটে নাম লেখান শিবসেনা। বকলমে যে জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিন রাতেই মমতার সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রথমে রাজি থাকলেও, শিবসেনা থাকায় মমতার আন্দোলন থেকে সরে আসেন কেজরি। সবমিলিয়ে জাতীয় স্তরে নোট-রাজনীতির প্রধান মুখ হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের বিরোধীতায় মিছিল করে রাষ্ট্রপতি ভবনে গেলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement