G-২০র লোগোয় 'বিজেপি-র পদ্ম'! বাঘ-ময়ূর কী দোষ করল, প্রশ্ন মমতার

Last Updated:

কিন্তু, G-২০-র লোগোয় পদ্মের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন, "অবাক কাণ্ড, দেশের কেন্দ্রীয় শাসকদলের যা প্রতীক, G-২০-র লোগোর অংশ হিসাবেও তা ব্যবহার করা হয়েছে।"

#কলকাতা: ২০২৩-এর G ২০ সম্মেলনের পৌরহিত্য করত চলেছে ভারত। সোমবার তাঁর প্রস্তুতি বৈঠকে যোগ দিতেই দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার আগে G-২০ 'লোগো বিতর্ক' আরও একবার উস্কে দিলেন তিনি। বললেন, "এটা গোটা দেশের মর্যাদার বিষয়। আমি বাধা দিচ্ছি না। কিন্তু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় যে, পদ্মফুল থাকবে কেন?"
গত মঙ্গলবার তার লোগো উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা যাচ্ছে, সেই লোগোতে পদ্মফুল রাখা হয়েছে, যা বিজেপির নির্বাচনী প্রতীক। প্রধানমন্ত্রী G-২০র লোগো উন্মোচনের পরে তার ব্যাখ্যাও দিয়েছেন। ওই লোগোর নীচে লেখা রয়েছে, বসুধ্বৈব কুটুম্বকম। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। প্রধানমন্ত্রীর কথায়, "পদ্ম হল আশা-প্রত্যাশার প্রতীক। ভয়ঙ্কর মহামারির পর গোটা দুনিয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অস্থির পরিস্থিতিতে পদ্মফুল একটা আশার আলো দেখাচ্ছে। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন পদ্মফুল ফুটবেই।"
advertisement
advertisement
কিন্তু, G-২০-র লোগোয় পদ্মের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন, "অবাক কাণ্ড, দেশের কেন্দ্রীয় শাসকদলের যা প্রতীক, G-২০-র লোগোর অংশ হিসাবেও তা ব্যবহার করা হয়েছে।"
এদিন দিল্লি রওনা দেওয়ার আগে এ নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পদ্ম জাতীয় ফুল। নির্বাচন কমিশন সেই ফুল তা প্রতীক দেশের একটি রাজনৈতিক দলকে দিয়ে রেখেছে। সুতরাং সেই প্রতীক ব্যবহার না করাই বাঞ্ছনীয় ছিল।"
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের জাতীয় পাখি ময়ূর, জাতীয় পশু বাঘ ছিল, এখন সিংহ করে দিয়েছে কি না জানি না। তবে সে সবও রাখতে পারত। এ ব্যাপারে যদিও আমি আপত্তি করছি না। বাকিরা বলছেন। এই যেমন সাংবাদিকরা প্রশ্ন করাতে আমার মতামত জানালাম।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
G-২০র লোগোয় 'বিজেপি-র পদ্ম'! বাঘ-ময়ূর কী দোষ করল, প্রশ্ন মমতার
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement