‘অর্থনীতিতে অব্যবস্থা চলছে’, পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার

Last Updated:

এক টাকা দাম কমিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে দিলেন তিনি

#নয়াদিল্লি: পেট্রোপণ্যের দাম কমিয়ে মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক টাকা দাম কমিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে দিলেন তিনি। একইসঙ্গে, পেট্রোপণ্যের দাম কমানোর দাবিটা ছড়িয়ে দিলেন সর্বস্তরেই।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে তাদের কিছু করার নেই। সোমবার ফের জানিয়েছে কেন্দ্র। তার চব্বিশ ঘণ্টার মধ্যে, রাজ্যে পেট্রোপণ্যের দাম কমিয়ে মোদি সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিশানা করলেন কেন্দ্রকে। তিনি বলেন, ‘ক্রুড অয়েলের দাম কমছে, কিন্তু সেস বাড়াচ্ছে কেন্দ্র ৷ রাজ্য সরকার কিন্তু সেল ট্যাক্স ও সেস বাড়ায় না ৷’
advertisement
advertisement
শুধু পেট্রোপণ্যই নয়। দেশের অর্থনীতির নানা ক্ষেত্রেই বেসামাল মোদি সরকার। সেই অভিযোগও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ইকনমিতে মিসম্যানেজমেন্ট চলছে, সরকার গোটা বিশ্বকে কথা দিয়েছে, কিন্তু, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছে ৷’
আরও পড়ুন 
ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই কাজটি না করলেই হাওয়া হয়ে যাবে হাজার হাজার টাকা
রাজ্যের মতো কেন্দ্রও কড়া পদক্ষেপ করুক। চাইছেন জ্বালানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও ৷ ‘দেশে ঘটা করে জিএসটি চালু হলেও, পেট্রোপণ্য তার বাইরে কেন?’ প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরাও। মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের তোপ। সেইসঙ্গে চাপ বাড়িয়ে দিল মমতার কৌশল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘অর্থনীতিতে অব্যবস্থা চলছে’, পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement