#MamataToNews18 :‘নোটবন্দির নামে দেশে বড়সড় কেলেঙ্কারি হয়েছে,’ মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মমতা

Last Updated:
#কলকাতা: প্রথম জনধন যোজনায় অ্যাকাউন্ট ফের নোটব্যান ৷ এই দুই ঘটনার আড়ালে দেশে ঘটেছে বড়সড় স্ক্যাম ৷ লোকসভা নির্বাচনের মুখে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নোটবন্দি নিয়ে ফের সরব তৃণমূলনেত্রী ৷ জনধন যোজনা অ্যাকাউন্ট ও নোটবন্দি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোদি সরকারের গত পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূলনেত্রীর মুখে ৷ তিনি বলেন, ‘জনধন যোজনার সমস্ত অ্যাকাউন্টের নথি পরীক্ষা করে দেখা উচিত ৷ তদন্ত হওয়া উচিত কেন হল নোটবন্দি ৷ কেন্দ্র সরকারের রিপোর্টই বলছে ৪ লাখেরও বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট রয়েছে ৷ নোটবন্দির নামে দেশে বড়সড় কেলেঙ্কারি হয়েছে ৷’
advertisement
শুধু তাই নয় ৷ মমতার অভিযোগ, নোটবন্দির ক্ষতিকর ও দীর্ঘ প্রভাব পড়েছে আমাদের দেশের অর্থনীতিতে ৷ তিনি বলেন, ‘নোটবন্দির পর দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ ব্যবসায়ী হোক বা ছোট শিল্প অথবা ছোট ছোট দোকানদার, সবাইকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে ৷ বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে ৷ কোটি কোটি লোক বেকার হয়ে গিয়েছেন ৷ এর কোনও দরকার ছিল না ৷ ’
advertisement
advertisement
তৃণমূলনেত্রীর দাবি, ‘মোদি বলেছিলেন, সন্ত্রাসবাদকে ধ্বংস করতেই নাকি নোটবন্দি ৷ কিন্তু তার কোনও ফায়দা হয়নি ৷ উল্টে দেশে সন্ত্রাসবাদ ২৬০ শতাংশ বেড়ে গিয়েছে ৷’
মোদি ও তাঁর সরকারের কাছে তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘কোথায় গেল মোদিজির ১৫ লাখ টাকা? মোদি বলেছিলেন, নোটবন্দি করে বিদেশ থেকে কালো টাকা ভারতে ফিরিয়ে আনবেন ৷ সবার অ্যকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন ৷ আজ অবধি ১৫ লাখ কেন এক টাকাও কারোর অ্যাকাউন্টে জমা হয়নি ৷ ’
advertisement
লোকসভা নির্বাচনের মধ্যে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্র সরকারের পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 :‘নোটবন্দির নামে দেশে বড়সড় কেলেঙ্কারি হয়েছে,’ মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement