করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার
Last Updated:
: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷
#চেন্নাই: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷ বৃহস্পতিবার বিকেলে ফের অসুস্থ হয়ে পড়েন তামিলনাড়ুর তিনবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি ৷ প্রথমে হাসপাতালে ভর্তি হলেও পরে বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর ৷ কৌভেরি হাসপাতালের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ সেই টিমটিই দেখভাল করছেন করুণানিধিকে ৷ বৃহস্পতিবাক রাতে থেকেই করুণানিধির বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা বেড়ে গিয়েছে ৷ তাঁরা সকলেই করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে আসছেন ৷ পাশাপাশি, ট্যুইটেও করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছেন রাজনৈতিক নেতারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রামনাথ কোবিন্দ ছাড়াও এবার ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটে মমতা বলেন, করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছি ৷
Concerned about the health of @kalaignar89 Hope and pray that Karunanidhi Ji recovers soon @mkstalin
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2018
advertisement
করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে করুণানিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ট্যুইটেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন রামনাথ ৷
advertisement
Spoke to Thiru Karunanidhi’s family members on the phone and inquired about his health. Wishing the former Chief Minister of Tamil Nadu, a veteran of our public life, a quick recovery #PresidentKovind — President of India (@rashtrapatibhvn) July 27, 2018
অন্যদিকে, করুণানিধির অসুস্থ হয়ে পড়ার খবর পেতেই ট্যুইট করেন রাহুল গান্ধি এবং সীতারাম ইয়েচুরিও ৷ করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরাও ৷ সেই ট্যুইট পেতেই ট্যুইটেই তাঁদের ধন্যবাদ জানালেন এম. কে. স্তালিন ৷ তিনি ট্যুইটে বলেন, সকলের শুভেচ্ছাতে নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন করুণানিধি ৷ অন্যদিকে, ডিএমকে-র তরফ থেকে রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীকেও ট্যুইটে ধন্যবাদ জানালেন স্তালিন ৷
advertisement
I am thankful to @RahulGandhi, @SitaramYechury & D Raja for calling to enquire about Thalaivar Kalaignar's health. The concern and wishes from everyone will surely aid @kalaignar89's recovery and we hope he will be able to meet everyone soon. — M.K.Stalin (@mkstalin) July 27, 2018
advertisement
On behalf of the DMK, I thank @rashtrapatibhvn & @PMOIndia for their enquiries about @kalaignar89's health. I am extremely grateful for their offers of help. Thalaivar is getting the best medical care and treatment. We hope he will recover soon and thank everyone in his own words — M.K.Stalin (@mkstalin) July 27, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 2:33 PM IST