করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার

Last Updated:

: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷

#চেন্নাই: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷ বৃহস্পতিবার বিকেলে ফের অসুস্থ হয়ে পড়েন তামিলনাড়ুর তিনবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি ৷ প্রথমে হাসপাতালে ভর্তি হলেও পরে বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর ৷ কৌভেরি হাসপাতালের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ সেই টিমটিই দেখভাল করছেন করুণানিধিকে ৷ বৃহস্পতিবাক রাতে থেকেই করুণানিধির বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা বেড়ে গিয়েছে ৷ তাঁরা সকলেই করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে আসছেন ৷ পাশাপাশি, ট্যুইটেও করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছেন রাজনৈতিক নেতারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রামনাথ কোবিন্দ ছাড়াও এবার ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটে মমতা বলেন, করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছি ৷
advertisement
করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে করুণানিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ট্যুইটেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন রামনাথ ৷
advertisement
অন্যদিকে, করুণানিধির অসুস্থ হয়ে পড়ার খবর পেতেই ট্যুইট করেন রাহুল গান্ধি এবং সীতারাম ইয়েচুরিও ৷ করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরাও ৷ সেই ট্যুইট পেতেই ট্যুইটেই তাঁদের ধন্যবাদ জানালেন এম. কে. স্তালিন ৷ তিনি ট্যুইটে বলেন, সকলের শুভেচ্ছাতে নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন করুণানিধি ৷   অন্যদিকে, ডিএমকে-র তরফ থেকে রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীকেও ট্যুইটে ধন্যবাদ জানালেন স্তালিন ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement