মাদার টেরেসাকে অপমান, বিজেপির রাজনীতি নিয়ে টুইটারে বিস্ফোরক মমতা

Last Updated:

‘মিশনারিজ অফ চ্যারিটি’ ৷ রাঁচিতে নারীদের সুরক্ষার অন্যতম আশ্রয়স্থল ‘নির্মল হৃদয়’ ৷ যা এই ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র অধীনে ৷ সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধেই উঠেছিল শিশু পাচার চক্রের অভিযোগ ৷

#নয়াদিল্লি: ‘মিশনারিজ অফ চ্যারিটি’ ৷ রাঁচিতে নারীদের সুরক্ষার অন্যতম আশ্রয়স্থল ‘নির্মল হৃদয়’ ৷ যা এই ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র অধীনে ৷ সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধেই উঠেছিল শিশু পাচার চক্রের অভিযোগ ৷ এই অভিযোগেই ‘নির্মল হৃদয়’-র দায়িত্বে থাকা এক সিস্টারকে গ্রেফতার করে বিজেপি শাসিত সরকারের পুলিশ ৷ এই ঘটনা প্রসঙ্গেই এদিন কেন্দ্রকে টুইটারে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
টুইট করে মমতা বলেন, ‘মাদার টেরেসাকে অপমান করা হচ্ছে ৷ সিস্টারদের টার্গেট করা হচ্ছে ৷ মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ করুক ৷’ একইসঙ্গে তিনি আরও বলেন, মাদার টেরেসা নিজে মিশনারিজ অফ চ্যারিটি গঠন করেন। এখন তাদেরও ছাড়া হচ্ছে না। মিশনারিজ অফ চ্যারিটিকে বদনাম করার ঘৃণ্য প্রচেষ্টা। সিস্টারদের টার্গেট করা হচ্ছে। বিজেপি কাউকে ছাড়ছে না। অত্যন্ত নিন্দাজনক। গরিব মানুষের জন্য মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ চালিয়ে যাক।
advertisement
advertisement
advertisement
আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করতে বদ্ধপরিকর মমতা ৷ ইতিমধ্যেই চলতি বছরের শেষে শীতকালীন ব্রিগেডের ডাক দিয়েছেন তিনি ৷ তার আগেই বিজেপিকে পর্যদস্তু করতে একেবারে আঁটোসাঁটো ভাবে রাজনীতির ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সদ্য বঙ্গ সফর করে দিল্লি ফিরেছেন অমিত শাহ ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গ সফরে ৷ তার আগেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাদার টেরেসাকে অপমান, বিজেপির রাজনীতি নিয়ে টুইটারে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement