Mamata Banerjee Narendra Modi Meeting: মোদির সঙ্গে চল্লিশ মিনিটের বৈঠক শেষ, রাষ্ট্রপতি ভবনে গেলেন মমতা

Last Updated:

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

দিল্লিতে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী বৈঠক৷ Photo- Twitter/PMO
দিল্লিতে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী বৈঠক৷ Photo- Twitter/PMO
#দিল্লি: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন প্রায় চল্লিশ মিনিট ধরে দু' জনের মধ্যে বৈঠক হয়েছে৷ যদিও কী বিষয়ে দু' জনের মধ্যে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সূত্রের খবর, মূলত জিএসটি সহ বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া অর্থ নিয়েই প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী৷
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষেই সম্ভবত সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কী বিষয়ে আলোচনা হল, সম্ভবত তখনই সে বিষয়ে জানাবেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর হাতে হলুদ গোলাপের তোড়া তুলে দেন তিনি৷ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ছবি ট্যুইট করে পিএমও৷ এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর৷
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি সহ বিভিন্ন কাণ্ডে ইডি-র তৎপরতার মধ্যেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা৷ বিশেষ বামেদের তরফে এই বৈঠকের উদ্দেশ্য ঘিরে প্রশ্ন তোলা হয়৷ যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়, রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ আদায়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করছেন মুখ্যমন্ত্রী৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee Narendra Modi Meeting: মোদির সঙ্গে চল্লিশ মিনিটের বৈঠক শেষ, রাষ্ট্রপতি ভবনে গেলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement