Goa Assembly Elections 2022: মমতা, অভিষেক থেকে লিয়েন্ডার- গোয়ায় তৃণমূলের হয়ে প্রচার ঝড় তুলবেন কারা?

Last Updated:

এমজিপি-র সঙ্গে জোট বেঁধে গোয়ার বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা (Goa Assembly Election)৷

গোয়ায় তৃণমূলের হয়ে প্রচারে নামবেন মমতা, লিয়েন্ডার সহ আরও অনেকে৷
গোয়ায় তৃণমূলের হয়ে প্রচারে নামবেন মমতা, লিয়েন্ডার সহ আরও অনেকে৷
#পানাজি: গোয়ায় নির্বাচনী প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), যশবন্ত সিনহা, ডেরেক ও ব্রায়েন জহর সরকাররাও৷ এ ছাড়াও থাকবেন লুইজিনহো ফেলেইরো, চার্চিল আলেমাও সহ গোয়ার স্থানীয় নেতারা৷ গোয়ায় নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে এমনই জানিয়েছে তৃণমূল৷
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)৷ এমজিপি-র সঙ্গে জোট বেঁধে গোয়ার বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ তৃণমূলের তালিকা অনুযায়ী, মমতা- অভিষেক ছাড়াও যশবন্ত সিনহা, ডেরেক ও ব্রায়েনের মতো সর্বভারতীয় স্তরে পরিচিত নেতাদের যেমন তালিকায় রাখা হয়েছে, সেরকমই রাজ্যের মন্ত্রী মানস ভুইঞার নামও রয়েছে তালিকায়৷
advertisement
advertisement
আবার গোয়ার মানুষের খেলাধুলোর প্রতি ভালবাসার কথা মাথায় রেখেপ্রসূন বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি কুনহা, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, টেনিস তারকা লিয়েন্ডার পেজদেরও গোয়ায় প্রচারে কাজে লাগাবে তৃণমূল৷ তৃণমূলের হয়ে গোয়ায় প্রচার করবেন বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব, সায়নী ঘোষরাও৷
advertisement
মাত্র কয়েক মাস আগেই গোয়ার মাটিতে পা রেখেছে তৃণমূল৷ গোয়ায় এবার বহুমুখী লড়াই৷ কারণ বিজেপি, কংগ্রেস, তৃণমূল ছাড়াও এবার গোয়া দখলের লড়াইয়ে নেমেছে আপ, শিবসেনা, এনসিপি৷ যদিও বিরোধী জোট দানা বাঁধেনি গোয়ায়৷
advertisement
ফলে বিজেপি বিরোধী হিসেবে পরিচিত হলেও গোয়ায় তৃণমূল, আপ, কংগ্রেস, শিবসেনার লড়াই পরস্পরের বিরুদ্ধে৷ একমাত্র শিবসেনা এবং এনসিপি জোট বেঁধে লড়ছে৷ মহারাষ্ট্রে এই দলের সঙ্গে জোট থাকলেও গোয়ায় সে পথে হাঁটেনি কংগ্রেস৷ ফলে চল্লিশ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনে এবার লড়াই তীব্র৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Assembly Elections 2022: মমতা, অভিষেক থেকে লিয়েন্ডার- গোয়ায় তৃণমূলের হয়ে প্রচার ঝড় তুলবেন কারা?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement