Goa Assembly Elections 2022: মমতা, অভিষেক থেকে লিয়েন্ডার- গোয়ায় তৃণমূলের হয়ে প্রচার ঝড় তুলবেন কারা?

Last Updated:

এমজিপি-র সঙ্গে জোট বেঁধে গোয়ার বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা (Goa Assembly Election)৷

গোয়ায় তৃণমূলের হয়ে প্রচারে নামবেন মমতা, লিয়েন্ডার সহ আরও অনেকে৷
গোয়ায় তৃণমূলের হয়ে প্রচারে নামবেন মমতা, লিয়েন্ডার সহ আরও অনেকে৷
#পানাজি: গোয়ায় নির্বাচনী প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), যশবন্ত সিনহা, ডেরেক ও ব্রায়েন জহর সরকাররাও৷ এ ছাড়াও থাকবেন লুইজিনহো ফেলেইরো, চার্চিল আলেমাও সহ গোয়ার স্থানীয় নেতারা৷ গোয়ায় নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে এমনই জানিয়েছে তৃণমূল৷
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)৷ এমজিপি-র সঙ্গে জোট বেঁধে গোয়ার বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ তৃণমূলের তালিকা অনুযায়ী, মমতা- অভিষেক ছাড়াও যশবন্ত সিনহা, ডেরেক ও ব্রায়েনের মতো সর্বভারতীয় স্তরে পরিচিত নেতাদের যেমন তালিকায় রাখা হয়েছে, সেরকমই রাজ্যের মন্ত্রী মানস ভুইঞার নামও রয়েছে তালিকায়৷
advertisement
advertisement
আবার গোয়ার মানুষের খেলাধুলোর প্রতি ভালবাসার কথা মাথায় রেখেপ্রসূন বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি কুনহা, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, টেনিস তারকা লিয়েন্ডার পেজদেরও গোয়ায় প্রচারে কাজে লাগাবে তৃণমূল৷ তৃণমূলের হয়ে গোয়ায় প্রচার করবেন বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব, সায়নী ঘোষরাও৷
advertisement
মাত্র কয়েক মাস আগেই গোয়ার মাটিতে পা রেখেছে তৃণমূল৷ গোয়ায় এবার বহুমুখী লড়াই৷ কারণ বিজেপি, কংগ্রেস, তৃণমূল ছাড়াও এবার গোয়া দখলের লড়াইয়ে নেমেছে আপ, শিবসেনা, এনসিপি৷ যদিও বিরোধী জোট দানা বাঁধেনি গোয়ায়৷
advertisement
ফলে বিজেপি বিরোধী হিসেবে পরিচিত হলেও গোয়ায় তৃণমূল, আপ, কংগ্রেস, শিবসেনার লড়াই পরস্পরের বিরুদ্ধে৷ একমাত্র শিবসেনা এবং এনসিপি জোট বেঁধে লড়ছে৷ মহারাষ্ট্রে এই দলের সঙ্গে জোট থাকলেও গোয়ায় সে পথে হাঁটেনি কংগ্রেস৷ ফলে চল্লিশ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনে এবার লড়াই তীব্র৷
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Assembly Elections 2022: মমতা, অভিষেক থেকে লিয়েন্ডার- গোয়ায় তৃণমূলের হয়ে প্রচার ঝড় তুলবেন কারা?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement