Mamata Banerjee condemns Biplab Deb remarks on violation of court order: আদালত অবমাননায় কে কবে গ্রেফতার হয়েছে? বিপ্লবের মন্তব্যে বিতর্ক, সমালোচনা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে তুলে ধরে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee condemns Biplab Deb remarks on violation of court order)৷
#আগরতলা: ফের বিতর্কিত মন্তব্য বিপ্লব দেবের (Biplab Deb)৷ সরকারি অফিসারদের সামনেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন, আদালত অবমাননার ভয় পাওয়ার প্রয়োজন নেই৷ কারণ আদালত অবমাননার দায়ে কেউ কোনও দিন জেলে যায়নি (Biplab Deb controversial comment)৷ ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রীর আরও দাবি, পুলিশ তাঁর অধীনে কাজ করে৷ ফলে আদালত অবমাননা হলেও গ্রেফতারির ভয় পাওয়ার প্রয়োজন নেই৷
বিপ্লব দেবের (Biplab Deb) নতুন এই বিতর্কিত মন্তব্যে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল৷ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন৷ ভবানীপুরে ভোট (Bhabanipore By Polls) প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee in Bhabanipore) দাবি করেন, এই ধরনের মন্তব্য গণতন্ত্রের জন্য বিপদ সংকেত৷
advertisement
আরও পড়ুন: হাইকম্যান্ড সংস্কৃতি নেই, কংগ্রেসকে খোঁচা দিয়েই গোয়ায় নতুন চেহারায় আত্মপ্রকাশ তৃণমূলের
advertisement
আগরতলার রবীন্দ্র ভবনে ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তব্য রাখতে গিয়েই এই বিতর্কিত মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ রীতিমতো তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, 'আদালত অবমাননায় কে কবে জেলে গেছে বলুন তো! জেলে ঢোকানো এত সহজ নয়৷ আপনাদের জেলে ঢোকানোর আগে আমি আছি তো, আমাকে গ্রেফতার করতে হবে৷ জেলে যাওয়ার জন্য আগে পুলিশ চাই৷ পুলিশ তো মুখ্যমন্ত্রীর অধীনে৷ কোর্ট কিছু বললে পুলিশ বলবে খঁুজে পায়নি৷'
advertisement
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে তুলে ধরে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই মন্তব্যে গণতন্ত্র, বিচারব্যবস্থার অপমান হবে বলেও অভিযোগ করেন অভিষেক৷ তিনি লেখেন, 'িবপ্লব দেব গোটা দেশের কলঙ্ক৷ নির্লজ্জ ভাবে তিনি গণতন্ত্র, সম্মানীয় বিচার ব্যবস্থা নিয়ে মশকরা করেও পার পেয়ে যাচ্ছেন৷ এমন অশ্রদ্ধাশীল মন্তব্য করার জন্য কি সুপ্রিম কোর্ট আদৌ কোনও পদক্ষেপ করবে?'
advertisement
ভবানীপুরে ভোট প্রচারে গিয়েও বিপ্লব দেবের এই মন্তব্যের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন আদালত কী করবে! উনি কাউকে মানেন না৷ একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করছেন৷ এটা তো ধ্বংসাত্মক মনোভাব৷' মুখ্যমন্ত্রী বলেন,আদালতে রায় নিয়ে আলোচনা করলেও এভাবে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যায় না৷ বিতর্কিত এই মন্তব্যের জন্য কেউ মানহানির মামলাও করতে পারেন বলে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বিপ্লব দেব অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন৷ তা নিয়ে বিস্তর জলঘোলা হলেও বিপ্লবেই আস্থা রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ বিপ্লবও আলটপকা মন্তব্য করা চালিয়ে গিয়েছেন৷ এ বার তাঁর বিরুদ্ধে আদালতের মর্যাদাহানির অভিযোগও উঠল৷
সম্প্রতি তৃণমূলের রফে অভিযোগ করা হয়েছে, ত্রিপুরা সরকারের জারি করা নির্দেশ নিজে ভেঙে ১৪৪ ধারা অমান্য করে রাজনৈতিক সভা করছেন বিপ্লব দেব৷ অথচ বিরোধীরা সেই অনুমতি পাচ্ছে না৷ আদালতেও ওই নির্দেশের কথা জানিয়েছিল ত্রিপুরা সরকার৷ তার পরেও কীভাবে বিপ্লব দেব সরকারি নির্দেশিকা অমান্য করে রাজনৈতিক এবং সরকারি সভায় অংশ নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি দিয়েছে তৃণমূল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 2:06 AM IST