Mamata Banerjee condemns Biplab Deb remarks on violation of court order: আদালত অবমাননায় কে কবে গ্রেফতার হয়েছে? বিপ্লবের মন্তব্যে বিতর্ক, সমালোচনা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে তুলে ধরে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee condemns Biplab Deb remarks on violation of court order)৷

বিপ্লবের মন্তব্যের সমালোচনায় মমতা৷
বিপ্লবের মন্তব্যের সমালোচনায় মমতা৷
#আগরতলা: ফের বিতর্কিত মন্তব্য বিপ্লব দেবের (Biplab Deb)৷ সরকারি অফিসারদের সামনেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন, আদালত অবমাননার ভয় পাওয়ার প্রয়োজন নেই৷ কারণ আদালত অবমাননার দায়ে কেউ কোনও দিন জেলে যায়নি (Biplab Deb controversial comment)৷ ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রীর আরও দাবি, পুলিশ তাঁর অধীনে কাজ করে৷ ফলে আদালত অবমাননা হলেও গ্রেফতারির ভয় পাওয়ার প্রয়োজন নেই৷
বিপ্লব দেবের  (Biplab Deb) নতুন এই বিতর্কিত মন্তব্যে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল৷ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন৷ ভবানীপুরে ভোট (Bhabanipore By Polls) প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee in Bhabanipore) দাবি করেন, এই ধরনের মন্তব্য গণতন্ত্রের জন্য বিপদ সংকেত৷
advertisement
advertisement
আগরতলার রবীন্দ্র ভবনে ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তব্য রাখতে গিয়েই এই বিতর্কিত মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ রীতিমতো তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, 'আদালত অবমাননায় কে কবে জেলে গেছে বলুন তো! জেলে ঢোকানো এত সহজ নয়৷ আপনাদের জেলে ঢোকানোর আগে আমি আছি তো, আমাকে গ্রেফতার করতে হবে৷ জেলে যাওয়ার জন্য আগে পুলিশ চাই৷ পুলিশ তো মুখ্যমন্ত্রীর অধীনে৷ কোর্ট কিছু বললে পুলিশ বলবে খঁুজে পায়নি৷'
advertisement
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে তুলে ধরে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই মন্তব্যে গণতন্ত্র, বিচারব্যবস্থার অপমান হবে বলেও অভিযোগ করেন অভিষেক৷ তিনি লেখেন, 'িবপ্লব দেব গোটা দেশের কলঙ্ক৷ নির্লজ্জ ভাবে তিনি গণতন্ত্র, সম্মানীয় বিচার ব্যবস্থা নিয়ে মশকরা করেও পার পেয়ে যাচ্ছেন৷ এমন অশ্রদ্ধাশীল মন্তব্য করার জন্য কি সুপ্রিম কোর্ট আদৌ কোনও পদক্ষেপ করবে?'
advertisement
ভবানীপুরে ভোট প্রচারে গিয়েও বিপ্লব দেবের এই মন্তব্যের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন আদালত কী করবে! উনি কাউকে মানেন না৷ একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করছেন৷ এটা তো ধ্বংসাত্মক মনোভাব৷' মুখ্যমন্ত্রী বলেন,আদালতে রায় নিয়ে আলোচনা করলেও এভাবে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যায় না৷ বিতর্কিত এই মন্তব্যের জন্য কেউ মানহানির মামলাও করতে পারেন বলে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বিপ্লব দেব অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন৷ তা নিয়ে বিস্তর জলঘোলা হলেও বিপ্লবেই আস্থা রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ বিপ্লবও আলটপকা মন্তব্য করা চালিয়ে গিয়েছেন৷ এ বার তাঁর বিরুদ্ধে আদালতের মর্যাদাহানির অভিযোগও উঠল৷
সম্প্রতি তৃণমূলের রফে অভিযোগ করা হয়েছে, ত্রিপুরা সরকারের জারি করা নির্দেশ নিজে ভেঙে ১৪৪ ধারা অমান্য করে রাজনৈতিক সভা করছেন বিপ্লব দেব৷ অথচ বিরোধীরা সেই অনুমতি পাচ্ছে না৷ আদালতেও ওই নির্দেশের কথা জানিয়েছিল ত্রিপুরা সরকার৷ তার পরেও কীভাবে বিপ্লব দেব সরকারি নির্দেশিকা অমান্য করে রাজনৈতিক এবং সরকারি সভায় অংশ নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি দিয়েছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee condemns Biplab Deb remarks on violation of court order: আদালত অবমাননায় কে কবে গ্রেফতার হয়েছে? বিপ্লবের মন্তব্যে বিতর্ক, সমালোচনা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement