Mamata Banerjee in Varanasi: যোগী-ভোগীর তফাৎ বুঝুন, BJP-কে উত্তরপ্রদেশ থেকে ছুড়ে ফেলুন: মমতা

Last Updated:

Mamata Banerjee in Varanasi: বাংলার ভোটের 'খেলা হবে' স্লোগান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উত্তর প্রদেশেও। সেই সূত্রেই এদিন মঞ্চেও ছিল ফুটবল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''বারাণসীতেও খেলা হবে। এই খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন।

মমতা-অখিলেশের সভা (ছবি: ANI)
মমতা-অখিলেশের সভা (ছবি: ANI)
#বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারাণসীতে পা রেখেই বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Varanasi)। যদিও বুধবারের সেই বিক্ষোভ যেন বাংলার মুখ্যমন্ত্রীকে আরও কিছুটা তাতিয়ে দিল। সেই সূত্রেই বৃহস্পতিবার বারাণসী থেকে পাশে অখিলেশ যাদবকে নিয়ে বিজেপি তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করলেন মমতা। এদিন বক্তব্যের শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ''বিজেপিকে এক ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশ থেকে বের করে দাও। ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে ফেলে দিন।''
বাংলার ভোটের 'খেলা হবে' স্লোগান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উত্তর প্রদেশেও। সেই সূত্রেই এদিন মঞ্চেও ছিল ফুটবল। বললেন, ''বারাণসীতেও খেলা হবে। এই খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারাই বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন।'' এরপরই সরাসরি তিনি আক্রমণ করেন যোগী আদিত্যনাথকে। মমতার আক্রমণ, ''উনি সাধু সন্নাসীদের নাম খারাপ করছেন। নামেই উনি যোগী, আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন? কিচ্ছু দেবেন না।'' কোভিড কালের কথা স্মরণ করিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''করোনার সময় গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু আমরা, বাংলার সরকার সেই সব দেহ উদ্ধার করে শেষকৃত্য করেছি।''
advertisement
advertisement
এদিন সভাস্থলে ভিড়ও হয়েছিল প্রচুর। সেই প্রসঙ্গটি তুলে ধরেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ''আপনি এখানে আসতেই বিজেপির নিজের হারের কথা মনে পড়েছে। ওরা বাংলার কথা মনে করে এখানেও হারের ভয় পাচ্ছে।'' সভাস্থলের ভিড় দেখে অখিলেশের সংযোজন, ''মমতা দিদিকে দেখতে প্রচুর মানুষ এসেছেন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, পুরো সভাস্থল ভর্তি হয়ে গিয়েছে।''
advertisement
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ৫৭ আসনে ভোট চলছে। তার মধ্যেই দুই হেভিওয়েটের সভা ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল বারাণসীতে। কারণ বারাণসী হল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র। ফলে গতবারের ফল যদি ধরে রাখা না যায় তাহলে মর্যাদা হারাবে বিজেপি। লোকসভা ভোটের দু'বছর আগে থেকে এই ইস্যুকে সামনে রেখেই প্রচারে ঝাঁপিয়ে পড়বে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই বারাণসী নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বিজেপি'ও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Varanasi: যোগী-ভোগীর তফাৎ বুঝুন, BJP-কে উত্তরপ্রদেশ থেকে ছুড়ে ফেলুন: মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement