Mamata Banerjee on Rahul Gandhi: 'আমাদের ফেভারিট রাহুল গান্ধি!' সংঘাত অতীত, বেঙ্গালুরুর মঞ্চে রাহুলের প্রশংসায় মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বেঙ্গালুরুর বৈঠক শেষেই অবশ্য সরাসরি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুর্দান্ত ফলের পর থেকেই বিজেপি বিরোধী জোটের হাওয়া আরও জোরাল হযেছিল। দীর্ঘ দিনের সংঘাত দূরে সরিয়ে কর্ণাটক জয়ের জন্য রাহুল গান্ধিকে অভিনন্দন জানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই দু পক্ষে জল গলছিল৷
আগে যেখানে রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে তৃণমূলের বড় আপত্তি ছিল, সেখানে রাহুলের উপস্থিতিতেই পটনায় বিরোধী শিবিরের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ আজ বেঙ্গালুরুর বৈঠকে সেই রাহুল গান্ধিরই প্রশংসা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷
advertisement
advertisement
এ দিন বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর প্রথমে বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তার পরেই বক্তব্য রাখতে ডাকা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বক্তব্যের শুরুতে মঞ্চে উপস্থিত সব দলের নেতাদের সম্বোধন করেন মমতা৷ প্রথমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর রাহুল গান্ধির নাম নেন তৃণমূলনেত্রী৷ অন্যান্য নেতাদের শুধু নাম ধরে সম্বোধন করলেও রাহুলের ক্ষেত্রে মমতা বলেন, ‘আমাদের ফেভারিট রাহুল গান্ধি৷’
advertisement
বেঙ্গালুরুর বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকের সভা মঞ্চে রাহুল গান্ধির পাশের আসনেই বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’ জনকে মাঝেমধ্যে কথা বলতেও দেখা গিয়েছে৷ তার আগে বৈঠক চলাকালীন সনিয়া গান্ধির পাশে বসতে দেখা যায় মমতাকে৷ সনিয়া গান্ধির সঙ্গে মমতার সম্পর্ক বরাবরই ভাল৷ কিন্তু রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী জোট নিয়ে দীর্ঘ দিন ধরে দু দলের সম্পর্ক তিক্ত ছিল৷ বিশেষত মেঘালয়, গোয়ার মতো রাজ্যে তৃণমূলের ভোটে লড়া নিয়ে সরব হয়েছিলেন রাহুল৷ পাল্টা জবাব দিয়েছিল তৃণমূলও৷ তবে বেঙ্গালুরুর বৈঠক বুঝিয়ে দিল, সেসব এখন শুধুই অতীত৷
advertisement
বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসার পর জাতীয় স্তরে কংগ্রেস তৃণমূল রসায়ন কী হবে, তা নিয়ে অনেকের মনে সংশয় ছিল৷ এ দিন মমতা এবং রাহুল গান্ধি দু জনেই যাবতীয় সংশয় দূর করে দিলেন৷
বেঙ্গালুরুর বৈঠক শেষেই অবশ্য সরাসরি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া৷ সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে?’
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য বুঝিয়ে দিয়েছেন, বিরোধী জোট গঠন হলেও তার সঠিক রূপায়ণ এবং সর্বোপরি বিজেপি-র সঙ্গে সরাসরি মোকাবিলা সহজ হবে না৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে সহযোগী দলগুলিকে মনে করিয়ে দিয়েছেন, ‘আজ থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হল৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 5:48 PM IST