জঙ্গির নিশানায় মার্কিন হোটেল, মালিতে ৩ পণবন্দির মৃত্যু

Last Updated:

প্যারিসের জঙ্গি হামলার রেশ কাটতে কাটতেই ‘জেহাদি’ হামলার কবলে পশ্চিম আফ্রিকার দেশ মালি। এবার জঙ্গিদের টার্গেট মার্কিন হোটেল র‍্যাডিসন ব্লু। আততায়ীরা হাতে পণবন্দি ছিলেন ১৭০ জন মানুষ। যার মধ্যে ৩০ জন ছিলেন হোটেল কর্মীও। সেনাদের তৎপরতায় ২০ জন পণবন্দি উদ্ধার হলেও আততায়ীদের হাতে প্রাণ যায় ৩ জনের ।

#বামাকো: প্যারিসের জঙ্গি হামলার রেশ কাটতে কাটতেই ‘জেহাদি’ হামলার কবলে পশ্চিম আফ্রিকার দেশ মালি। এবার জঙ্গিদের টার্গেট মার্কিন হোটেল র‍্যাডিসন ব্লু। আততায়ীরা হাতে পণবন্দি ছিলেন ১৭০ জন মানুষ। যার মধ্যে ৩০ জন ছিলেন হোটেল কর্মীও। সেনাদের তৎপরতায় ২০ জন পণবন্দি উদ্ধার হলেও আততায়ীদের হাতে প্রাণ যায় ৩ জনের । সংবাদসংস্থা সূত্রে খবর, পণবন্দিদের মধ্যে ছিলেন কয়েকজন ভারতীয়ও ৷
advertisement
শুক্রবার বন্দুকধারী আততায়ীরা হঠাৎই ঢুকে আসে মালির এই হোটেলে। তাদের মুখে আরবী ভাষায় একটাই স্লোগান , ‘ঈশ্বর মহান’। বন্দুকের জোরে হোটেলে উপস্থিত ১৪০ জনকে পণবন্দিও করেছিলেন তারা। বন্দি ছিলেন হোটেলের ৩০ জন হোটেল কর্মীও। জঙ্গি হামলার খবর পেয়ে, সেনাবাহিনী তৎক্ষনাৎ হোটেল ঘিরে ফেলে। আপাতত চলছে উদ্ধারকার্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গির নিশানায় মার্কিন হোটেল, মালিতে ৩ পণবন্দির মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement