রেললাইনে মোদির মেক ইন ইন্ডিয়া ট্রেন

Last Updated:

ট্রেনের ভিতরেও এবার মোদি হাওয়া । রঙচঙে গোদি, নরম তুলতুলে । জানলায় মখমলের পর্দা । সোফা সুলভ বসার জায়গা। আর শয়নে? পাঁচতারা হোটেলের লাক্সারি বেডরুমকেও হার মানাবে মেক ইন ইন্ডিয়া ট্রেনের বার্থ। ভাবছেন দিবা স্বপ্ন? ব্যাপারটা একটু খুলে বলা যাক। নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া প্ল্যানের আওতায়, একেবারে ঝকঝকে, অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্রেনের কামরা।

#নয়াদিল্লি: ট্রেনের ভিতরেও এবার মোদি হাওয়া । রঙচঙে গোদি, নরম তুলতুলে । জানলায় মখমলের পর্দা । সোফা সুলভ বসার জায়গা। আর শয়নে? পাঁচতারা হোটেলের লাক্সারি বেডরুমকেও হার মানাবে মেক ইন ইন্ডিয়া ট্রেনের বার্থ। ভাবছেন দিবা স্বপ্ন? ব্যাপারটা একটু খুলে বলা যাক। নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া প্ল্যানের আওতায়, একেবারে ঝকঝকে, অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্রেনের কামরা।
rail7আপাতত, মোদির এই ট্রায়াল ট্রেনে রয়েছে ২৪টি কোচ। প্ল্যানিং অনুযায়ী, ভবিষ্যতে মোট ১১১ টি কোচ করা হবে এসি ও এসি ছাড়া । তবে এসি থাকুক বা না থাকুক, গোটা ট্রেনেই আরামের কমতি নেই। বেশিরভাগ সময়ই ট্রেনের বাথরুম নিয়ে যাত্রীদের অভিযোগ করতে দেখা যায়। সেই অভিযোগের কথা মাথায় রেখেই মোদির ট্রেনে বাথরুম একেবারে সাফ। গোটা বাথরুম আয়না ঘেরা। ঝকঝকে ফ্লোর। প্ল্যান অনুযায়ী, ISO মনোনিত পাওয়া এবং রাজধানী ট্রেনগুলির সঙ্গেই আপাতত যুক্ত করা হবে এই অত্যাধুনীক কামরাগুলো। শুধু তাই নয়, শতাব্দী এক্সপ্রেসের জন্যও এই ধরণের কামরা তৈরি করার কথা রয়েছে । আপাতত এই ট্রেনটি পরীখামূলক ভাবে চলছে, ভোপাল থেকে বাণী স্টেশন অবধিই ।
advertisement
rail1
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রেললাইনে মোদির মেক ইন ইন্ডিয়া ট্রেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement