‘মেক ইন ইন্ডিয়া’ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা, খতিয়ে দেখছে দমকল বাহিনী

Last Updated:

রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত ‘মেক ইন ইন্ডিয়া’ অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মুম্বই দমকল বাহিনীর উচ্চপদস্থ অফিসারেরা ৷

#মুম্বই: রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত ‘মেক ইন ইন্ডিয়া’ অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মুম্বই দমকল বাহিনীর উচ্চপদস্থ অফিসারেরা ৷ তাঁদের কথায়, ‘পুরো বিষয়টিই খতিয়ে দেখছি ৷ এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের কোনও সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে ৷ ’ অন্যদিকে অনুষ্ঠানের সেট ডিজাইনার নীতিন চন্দ্রকান্ত দেশাই জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের তদন্ত চলছে ৷ কিন্তু আমি এব্যাপারে নিশ্চিত ৷ সেট ডিজাইনে কোনও গাফিলতি ছিল না, যার থেকে আগুন লাগতে পারে৷ ’ ঘটনাটি তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
রবিবার সন্ধে ৮.২০ নাগাদ ‘মেক ইন ইন্ডিয়া’ মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে গোটা মঞ্চে আগুন ছড়িয়ে পড়ে৷ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বড়মাপের মানুষেরা ৷ আগুন লাগার কিছু আগেই মঞ্চে অনুষ্ঠান করেছিলেন অমিতাভ বচ্চন ৷ অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছেছিলেন আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া ৷ কিন্তু তাঁর আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ৷ রবিবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন ও আমির খান ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘মেক ইন ইন্ডিয়া’ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা, খতিয়ে দেখছে দমকল বাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement